ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কুড়িগ্রাম পৌরসভার সাড়ে ৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
কুড়িগ্রাম পৌরসভার সাড়ে ৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা কুড়িগ্রাম পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠান

কুড়িগ্রাম: চলতি ২০১৭-১৮ অর্থবছরে জন্য কুড়িগ্রাম পৌরসভার ৪৩ কোটি ৪৫ লাখ ১৪ হাজার ৬শ’ ৩৮ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে পৌরসভা মিলনায়তনে সচেতন নাগরিক কমিটি ‘সনাক’র সহযোগিতায় এ বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র আব্দুল জলিল।

জনগণের উপস্থিতিতে উন্মুক্ত এ বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মেয়র।

এ সময় উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটির কুড়িগ্রামের সভাপতি এটিএম এনামুল হক চৌধুরী চাঁদ, পৌর সচিব রেজাউল করিম, পৌর প্রকৌশলী কামাল পাশা, সদর হাসপাতালের পরিচালক ডা. আনোয়ারুল ইসলাম ও জেলা যুবলীগের আহ্বায়ক রুহুল আমিন দুলালসহ পৌর কাউন্সিলররা।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সনাক সহ-সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু।

বাজেটে ২০১৭-১৮ অর্থবছরে ৪৩ কোটি ৪৫ লাখ ১৪ হাজার ৬শ’ ৩৮ টাকা আয় ও সমপরিমাণ টাকা ব্যয় দেখানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।