ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হিটাচির পণ্য কিনে জাপান যাচ্ছেন মোরশেদা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৭
হিটাচির পণ্য কিনে জাপান যাচ্ছেন মোরশেদা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বেস্ট ইলেক্ট্রনিক্স লিমিটেডের শো-রুম থেকে হিটাচির পণ্য কিনে এবার ঈদ অফারে জাপান ভ্রমণের প্রথম সুযোগ পেয়েছেন ঢাকার কল্যাণপুরের মোরশেদা খানম। 

শনিবার (১৫ জুলাই) এক প্রেসবিজ্ঞপ্তিতে বেস্ট ইলেক্ট্রনিক্স এ তথ্য জানিয়েছে।  

এতে বলা হয়, বেস্ট ইলেক্ট্রনিক্সের মিরপুর-১ এর শো-রুম থেকে একটি মাইক্রোওয়েভ ওভেন কিনেছিলেন মোরশেদা।

 

ঈদের পর রাজধানীর মতিঝিল সিটি সেন্টারে কোম্পানির প্রধান কার্যালয়ে বিজয়ীকে তিনদিন জাপানে থাকা-খাওয়া ও যাতায়াত ভাতার অর্থ এবং এয়ার টিকিট হস্তান্তর করা হয়।  

মোরশেদার হাতে অর্থ ও প্লেন টিকিট হস্তান্তর করেন বেস্ট ইলেক্ট্রনিক্সের পরিচালক তাহমিদ জামান রাশিক ও সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার আজমাইন রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।  

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৭ 
প্রেস বিজ্ঞপ্তি/জিওয়াই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।