ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ওয়েস্টিনে পূর্বাচল আমেরিকান সিটির আবাসন মেলা শুক্রবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
ওয়েস্টিনে পূর্বাচল আমেরিকান সিটির আবাসন মেলা শুক্রবার পূর্বাচল আমেরিকান সিটির একক আবাসন মেলা

ঢাকা: রাজধানীর হোটেল ওয়েস্টিনে পূর্বাচল আমেরিকান সিটির একক আবাসন মেলা শুরু হচ্ছে শুক্রবার (২০ জুলাই)। ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে বাংলাদেশে আবাসন খাতের অন্যতম প্রতিষ্ঠান ইউএস-বাংলা অ্যাসেটস্।

ঢাকার উত্তরায় এরইমধ্যে অনুষ্ঠিত মেলায় প্রচুর সংখ্যক দর্শনার্থীর সাড়া মিলেছে। পর্যায়ক্রমে ঢাকার বিভিন্ন অঞ্চলে একক আবাসন মেলা করবে প্রতিষ্ঠানটি।

বর্তমানে সিঙ্গাপুরে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

২০-২২ জুলাই হোটেল ওয়েস্টিন, গুলশানে এ মেলা প্রতিদিন চলবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। ২৭-২৯ জুলাই বনশ্রী, রামপুরা, ঢাকায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের অফিসে অনুষ্ঠিত হবে পরবর্তী মেলা।

এছাড়া আমেরিকায় বাংলাদেশি অধ্যূষিত বিভিন্ন শহর ও কানাডায় বেশ কয়েকটি পূর্বাচল আমেরিকান সিটি একক আবাসন মেলার আয়োজন করেছে। পর্যায়ক্রমে ইউকেসহ ইউরোপের বিভিন্ন দেশে মেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। ধারাবাহিকভাবে বাংলাদেশের বিভিন্ন জেলা শহরসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও অস্ট্রেলিয়ায় পূর্বাচল আমেরিকান সিটির একক আবাসন মেলার আয়োজনের পরিকল্পনা রয়েছে।

পূর্বাচল আমেরিকান সিটি, ইউএস-বাংলা অ্যাসেটস্ এর অন্যতম প্রকল্প। ইউএস-বাংলা গ্রুপের প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- ইউএস-বাংলা অ্যাসেটস্, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউএস-বাংলা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ইউএস-বাংলা এয়ারলাইন্স, ইউএস-বাংলা লেদার, ইউএসবি এক্সপ্রেসসহ নানাবিধ প্রতিষ্ঠান।
বর্তমানে পূর্বাচল আমেরিকান সিটির বিভিন্ন ব্লকে আকর্ষণীয় মূল্যে বিভিন্ন মাপের কিছু সংখ্যক বাণিজ্যিক ও আবাসিক রেডি প্লট এককালীন মূল্যে ও কিস্তিতে বরাদ্দ চলছে। মূল্য পরিশোধের সঙ্গে সঙ্গেই রেজিস্ট্রেশন ও হস্তান্তরের সুযোগ থাকছে।

মেলা উপলক্ষে বাউন্ডারি ওয়ালসহ আবাসিক/কমার্শিয়াল রেডি প্লট এককালীন মূল্য পরিশোধে ২৫ শতাংশ ছাড়ের সুযোগ থাকছে। মেলায় বুকিং দিলেই থাকছে সিঙ্গাপুর, মালয়েশিয়া কিংবা ব্যাংককে ৩ দিন ২ রাত থাকার সুবর্ণ সুযোগ।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।