ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফেনীতে মাসব্যাপী তাঁত বস্ত্র ও হস্তশিল্প মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
ফেনীতে মাসব্যাপী তাঁত বস্ত্র ও হস্তশিল্প মেলা তাঁত বস্ত্র ও হস্তশিল্প মেলার উদ্বোধন

ফেনী: ফেনীতে শুরু হয়েছে মাসব্যাপী তাঁত বস্ত্র ও হস্তশিল্প মেলা। বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে ফেনী শহরের মিজান রোডে শহীদ জহির রায়হান মিলনায়তন মাঠে মেলার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফেনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম পাটোয়ারী ও জেলা শিশুবিষয়ক কর্মকর্তা নুরুল আফছার ভূঁইয়া।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ফেনী শহরের বিশিষ্ট ব্যবসায়ী ফরিদ আহম্মদ ভূঁইয়া, ফেনী জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি এম মামুনুর রশিদ, জেলা আওয়ামী লীগ নেতা সাইদুল হক আরিফ, মেলার আয়োজক বাংলাদেশ তাঁতশিল্প শিক্ষা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম উদ্দিন প্রমুখ।

মেলার চারটি প্যাভিলিয়নের অর্ধশতাধিক দোকানে পাওয়া যাবে হাতে তৈরি ঢাকাই জামদানি, তাঁতের শাড়ি, কুটির শিল্প, পোশাক, প্রসাধনী ও ছোটদের খেলনা সামগ্রী।

মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রেতাদের নির্বিঘ্নে ও নিরাপদে কেনাকাটা করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মেলা প্রাঙ্গণে মোতায়েন রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৭
এসএইচডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।