ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাড়ি নির্মাণে ৭৫ শতাংশ ঋণ পাবেন প্রবাসী‍রা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
বাড়ি নির্মাণে ৭৫ শতাংশ ঋণ পাবেন প্রবাসী‍রা বাড়ি নির্মাণে ৭৫ শতাংশ ঋণ পাবেন প্রবাসী‍রা

ঢাকা: বাড়ি নির্মাণ বা ফ্ল্যাট ক্রয়ে প্রবাসীদের ঋণসীমা বৃদ্ধি করে নীতিমালায় কিছুটা পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। নির্মাণ খরচ বা ক্রয় মূল্যের ৭৫ দশমিক ২৫ শতাংশ পর্যন্ত দেশের ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন প্রবাসীরা।

আগে এর পরিমাণ ছিল আয়ের ৫০ দশমিক ৫০ শতাংশ। আর ব্যয় যাই হোক ১ কোটি ২০ লাখ টাকার বেশি ঋণ নেওয়ার সুযোগ ছিল না।

এ বিষয়ে নির্দেশনা দিয়ে রোববার (২৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করে অনুমোদিত ডিলারদের কাছে পাঠিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক এই মর্মে সিদ্ধান্ত নিয়েছে যে, এখন থেকে নন-রেসিডেন্ট (অনিবাসী) বাংলাদেশিরা আবাসন নির্মাণের জন্য ব্যাংক থেকে আরও বেশি ঋণ নিতে পারবেন।

বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলো প্রবাসীদের গৃহায়ন খাতে টাকায় ঋণ দেয়ার ক্ষেত্রে অনিবাসীর ঋণ অনুপাত হবে এখন ৭৫:২৫। আগে যা ছিল ৫০:৫০। ভোক্তা ঋণ নীতিমালার আলোকে এ ঋণ দিতে বলা হয়েছে। ঋণ নেওয়ার ক্ষেত্রে অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।