ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দুরন্ত বাইসাইকেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাসকিন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
দুরন্ত বাইসাইকেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাসকিন চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে তাসকিন আহমেদ

ঢাকা: বাইসাইকেল ব্র্যান্ড ‘দুরন্ত বাইক’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জাতীয় দলের ফাস্ট বোলার তাসকিন আহমেদ।

গত সোমবার (১৭ জুলাই) রাজধানীর বাড্ডায় আরএফএল-এর প্রধান কার্যালয়ে তাসকিন আহমেদ ও দুরন্ত বাইকের জেনারেল ম্যানেজার (বিপণন) চৌধুরী ফজলে আকবর এ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন।  

দুরন্ত বাইক দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান আরএফএল গ্রুপের বাইসাইকেল ব্র্যান্ড।

এ চুক্তি অনুযায়ী, তাসকিন আহমেদ আগামী এক বছর ব্র্যান্ডটির বিভিন্ন প্রমোশনাল কাজে অংশ নেবেন।  
 
এ বিষয়ে চৌধুরী ফজলে আকবর জানান, তাসকিন বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার। তাকে দুরন্ত বাইকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত।  

জাতীয় দলের তরুণ পেসার তাসকিন আহমেদ তার কার্যক্রমের মাধ্যমে দুরন্ত বাইকের জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেবেন বলেও আশা প্রকাশ করেন চৌধুরী ফজলে আকবর।

তাসকিন বলেন, দুরন্ত বাইক দেশের জনপ্রিয় একটি ব্র্যান্ড। এই ব্র্যান্ডের জন্য কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত।

চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে দুরন্ত বাইকের ব্র্যান্ড ম্যানেজার রকিবুল আহসানসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৭
পিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।