ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এপিজির কো-চেয়ার ও স্টিয়ারিং গ্রুপের সদস্য হলো বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
এপিজির কো-চেয়ার ও স্টিয়ারিং গ্রুপের সদস্য হলো বাংলাদেশ

ঢাকা: এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানিলন্ডারিংয়ের (এপিজি) কো-চেয়ার ও স্টিয়ারিং গ্রুপের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

শ্রীলংকার কলম্বোয় ১৭-২১ জুলাই অনুষ্ঠিত এপিজির ২০তম বার্ষিক সভায় ২০১৮ সালের জুলাই থেকে ২০২০ সালের জুন পর্যন্ত সময়কালের জন্য বাংলাদেশকে এপিজির কো-চেয়ার নির্বাচিত করা হয়েছে।

এছাড়াও ২০১৭ সালের জুলাই থেকে ২০২১ সালের জুন পর্যন্ত সময়কালের জন্য এপিজির স্টিয়ারিং গ্রুপের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে বাংলাদেশ।



মঙ্গলবার (২৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণকারী সংস্থা ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের (এফএটিএফ) এশিয়া প্যাসিফিক অঞ্চলের জন্য আঞ্চলিক সংস্থা এপিজির প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাংলাদেশ ১৯৯৭ সালে এপিজির গঠনকাল থেকেই এর কার্যক্রমে সম্পৃক্ত।

এক্ষেত্রে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বাংলাদেশ সরকারের পক্ষে এপিজির প্রাইমারি কন্ট্যাক্ট পয়েন্ট হিসেবে কাজ করে। বাংলাদেশ এপিজির বিভিন্ন ওয়ার্কিং গ্রুপ ও এক্সপার্ট গ্রুপে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি অনেক উজ্জ্বল করেছে।

একইসঙ্গে আঞ্চলিক পর্যায়ে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশ ও এর প্রতিবেশী দেশগুলো মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ২০১৮-২০ সালের জন্য এপিজির কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালনের জন্য নির্বাচিত হয়েছে।

এক্ষেত্রে বাংলাদেশকে এপিজির স্থায়ী কো-চেয়ার অস্ট্রেলিয়ার পাশাপাশি উক্ত সময়কালের জন্য এপিজির কার্যক্রমে নেতৃত্ব দিতে হবে। এপিজির উল্লেখযোগ্য সদস্য রাষ্ট্র হলো- যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চীন, ভারত, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও ইন্দোনেশিয়া।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।