ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

টেক্সটাইল-গার্মেন্টস প্রদর্শনী শুরু ৯ আগস্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
টেক্সটাইল-গার্মেন্টস প্রদর্শনী  শুরু ৯ আগস্ট

ঢাকা: বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি (আইসিসিবি) তে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের বৃহত্তম টেক্সটাইল ও গার্মেন্ট শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী।

আগামী ৯ আগস্ট থেকে শুরু হওয়া চার দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করছে কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস্ (সেমস্) গ্লোবাল নামের একটি আন্তর্জাতিক সংস্থা।

সোমবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে মিট দ্যা প্রেস অনুষ্ঠানের মাধ্যমে সাংবাদিকদের এসকল তথ্য জানান সেমস গ্লোবাল লিমিটেড।

এতে বিশ্বের ২৫টি দেশের প্রায় ১১’শ ৫০টি প্রতিষ্ঠান ১৪’শ স্টলের মাধ্যমে টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের আনুষাঙ্গিক যন্ত্রপাতি, সুতা ও কাপড় উৎপাদক মেশিনারিজ, ডায়েস এবং বিশেষ রাসায়নিক দ্রব্যের প্রদর্শন করবেন।

প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত। প্রদর্শনী চলাকালীন ফ্রি রেজিষ্ট্রেশনের মাধ্যমে দর্শনার্থীরা স্টলগুলো ঘুরে দেখতে পারবেন।  

এছাড়া www.e-registrations.com এই ওয়েব সাইটে গিয়ে অগ্রিম রেজিষ্ট্রেশন করা যাবে বলেও জানা গেছে।

জানা গেছে, সেমস্ গ্লোবাল ১৯৯২ সালে প্রতিষ্ঠার পর থেকে বিশ্বের ৮টি দেশে নিজেস্ব অফিসের মাধ্যমে প্রদর্শনী কার্যক্রম পরিচালনা করছেন।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
এসআইজে/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।