ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ-ভিয়েতনাম এফওসি বৈঠক এগিয়ে ৬ আগস্টে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৭
বাংলাদেশ-ভিয়েতনাম এফওসি বৈঠক এগিয়ে ৬ আগস্টে

ঢাকা: বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে প্রথমবারের মতো পররাষ্ট্রসচিব পর্যায়ে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠক ৭ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ভিয়েতনাম কর্তৃপক্ষের অনুরোধে বাংলাদেশ-ভিয়েতনাম এফওসি' দিনক্ষণ এগিয়ে ৬ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সোমবার (৩১ জুলাই) বিকেলে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।  বাংলাদেশের পররাষ্ট্রসচিব ও ভিয়েতনামের ভাইস মিনিস্টার বৈঠকে নিজ নিজ দেশের নেতৃত্ব দেবেন।

বাংলাদেশ ও ভিয়েতনাম দুই দেশের পারস্পরিক স্বার্থে সব ধরনের বাণিজ্য বাধা অপসারণ করে আসন্ন বৈঠকে দ্বিপক্ষীয় বার্ষিক বাণিজ্য বাড়ানোর কৌশল প্রণয়ন করবে।

বর্তমানে দুই দেশের মধ্যকার বর্তমান বাণিজ্যের পরিমাণ হাজার মিলিয়ন মার্কিন ডলারেরও কম।

যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক অনুষ্ঠান, বাজার সম্পর্কিত তথ্য এবং সংস্কৃতি বিষয়ক পর্যটন বিনিময়, আন্তঃদেশীয় অপরাধ ও অবৈধ অভিবাসন প্রতিরোধ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে এক সাথে কাজ করতে দুই দেশ আলোচনা করবে।  

বাংলাদেশ আসিয়ান অর্থনৈতিক করিডোরের সাথে যুক্ত হতে গভীরভাবে আগ্রহী। এ ক্ষেত্রে ভিয়েতনামের সমর্থন চাইবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জুলাই ৩১,২০১৭
কেজেড/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।