ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

১শ’ কোটি ডলার বিনিয়োগ করবে এআইআইবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৭
১শ’ কোটি ডলার বিনিয়োগ করবে এআইআইবি এআইআইবি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে অর্থমন্ত্রী মুহিত

ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এশিয়ান ইনফ্রাসট্র্যাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) বাংলাদেশ সাতটি প্রকল্পে ১ বিলিয়ন (১শ’ কোটি) ডলার বিনিয়োগ প্রস্তাব দিয়েছে। ইতিমধ্যেই তারা দুটি প্রকল্পে বিনিয়োগ করেছে। 

প্রকল্প দুটি হলো ডিস্ট্রিবিউশন সিস্টেম আপগ্রেড অ্যান্ড এক্সপানসন ও ন্যাচারাল গ্যাস ইনফ্রাসট্র্যাকচার ইফিসিয়ানসি ইমপ্রুভমেন্ট। বাকি ৫ টি প্রকল্পও বিদ্যুৎ ও রেলের অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত।

বৃহস্পতিবার ( ৩ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রীর দপ্তরে এআইআইবি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

এ সময় এআইআইবির ভাইস প্রেসিডেন্ট ও প্রধান বিনিয়োগ কর্মকর্তা ডিজে পেনডিয়ান, ইনভেস্টমেন্ট অপারেশন ডিপার্টমেন্টের ডিরেক্টর জেনারেল সুপি টেরাভিনিনর্থন ও ইআরডির অতিরিক্ত সচিব জাহিদুল হক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৭
এসই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।