ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হেলসিঙ্কি যাচ্ছে বাংলাদেশি উদ্যোক্তারা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৭
হেলসিঙ্কি যাচ্ছে বাংলাদেশি উদ্যোক্তারা বিজয়ীরা

ঢাকা: বৈশ্বিক বিনিয়োগকারীদের সামনে ব্যবসায়িক ধারণা উপস্থাপন করতে ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে যাচ্ছে বাংলাদেশি উদ্যোক্তারা।

৩৭টি দলের মধ্যে বিজয়ী তিনটি দল এ সুযোগ পাচ্ছে।  

গ্রামীণফোনের হোয়াইট বোর্ডের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে আয়োজিত স্লাশ গ্লোবাল ইমপ্যাক্ট অ্যাকসেলেরেটর (জিআইএ)- এর মাধ্যমে এ সুযোগ পাচ্ছে তরুণ বাংলাদেশি উদ্যোক্তারা।

 

ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিশ্বব্যাপী অন্য অংশীদারদের যৌথ সহযোগিতায় বাংলাদেশে স্লাশ জিআইএ অনুষ্ঠিত হয়।  

স্লাশ জিআইএ’র বৈশ্বিক প্ল্যাটফর্মে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারে এমন স্টার্টআপের সন্ধানে এমল্যাবের সহযোগিতায় এ বছর বাংলাদেশে এ প্রতিযোগিতার আয়োজন করে গ্রামীণফোনের হোয়াইট বোর্ড।  

প্রতিযোগিতায় বিজয়ী তিন স্টার্টআপ হলো সার্জ ইঞ্জিনিয়ারিং (বহনযোগ্য বায়োগ্যাস প্ল্যান্ট), বিনো (শিক্ষার জন্য ভার্চুয়াল এনিমেশন) এবং জলপাই (গ্যাস নিসঃরণ খোঁজার আইওটি ডিভাইস)।

স্লাশ বৈশ্বিক সম্মেলনে অংশগ্রহণ উপলক্ষে বিজয়ী দলগুলো একটি অনলাইন প্রি-ইভেন্ট কোচিং-এ অংশগ্রহণের পাশাপাশি, আগামী ১৫ নভেম্বর থেকে ২ ডিসেম্বর একটি বুট ক্যাম্পে অংশগ্রহণ করবে।  

এ বছর প্রায় ১১৩টি স্টার্টআপ বাংলাদেশ পর্বের প্রতিযোগিতায় তাদের ব্যবসায়িক ধারণা নিয়ে অংশ নেয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী মাইকেল ফোলি।  
 
বাংলাদেশ সময়: ০৬২০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৭
আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।