ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ-থাইল্যান্ড যৌথ বাণিজ্য কমিশনের বৈঠক শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৯ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৭
বাংলাদেশ-থাইল্যান্ড যৌথ বাণিজ্য কমিশনের বৈঠক শুরু

ঢাকা: বাংলাদেশ-থাইল্যান্ড যৌথ বাণিজ্য কমিশনের (জেটিসি) বৈঠক শুরু হয়েছে। দুই দেশের মধ্যে এটি চতুর্থ জেটিসি সভা।

বুধবার (০৯ আগস্ট) সকাল সাড়ে ৯টায় রাজধানীর হোটেল সোনারগাঁয়ে এ বৈঠক শুরু হয়। সভায় বাংলাদেশের বাণিজ্য সচিব শুভাশীষ বসু ও থাইল্যান্ডের বাণিজ্য মন্ত্রণালয়ের ডিপার্ন্টমেন্ট অব ট্রেড নেগোশিয়েশনের মহাপরিচালক বনিয়ারিত কালায়ানামিথ নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন।

দু’দিনের এ বৈঠক শেষ হবে বৃহস্পতিবার (১০ আগস্ট)।

বুধবার সচিব পর্যায়ের বৈঠকের পর বৃহস্পতিবার মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের নেতৃত্ব দেবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। থাইল্যান্ডের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন বাণিজ্যমন্ত্রী আপিরাদি তানট্রাপর্ন।  

থাইল্যান্ডের নেতৃস্থানীয় ব্যবসায়ীদের সমন্বয়ে একটি প্রতিনিধি দলও বৈঠকে অংশ নিয়েছে।  

এর আগে জেটিসির তৃতীয় সভা ২০১৩ সালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হয়।

সূত্রে জানা গেছে, থাইল্যান্ডে রফতানি বাড়াতে তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্যসহ ৩৬ পণ্যে শুল্কমুক্ত বাজার সুবিধা পাওয়ার চেষ্টা চলছে।  

বৈঠকে দু'দেশের মধ্যে বাণিজ্য জোরদারের লক্ষ্যে ব্যবসায়ীদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হবে।  

একইসঙ্গে দেশটির উদ্যোক্তাদের এ দেশে বিনিয়োগ বাড়াতে একটি অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার প্রস্তাব থাকবে। বৈঠকে থাইল্যান্ড থেকে চাল আমদানির বিষয়েও সমঝোতা স্মারক সই হতে পারে।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, আগস্ট ০৯,২০১৭
কেজেড/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।