ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘হুরু মাছ গিরাব’ সিলেটের বাজারে

নাসির উদ্দিন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
‘হুরু মাছ গিরাব’ সিলেটের বাজারে ছবি: আবু বকর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: ‘তুড়া (অল্প) মাছর দাম অতো টেখা নি? মাছ খাইতাম, না টেখা খাইতাম? সিলেটের কাজিরবাজারে মাছের চড়া দাম নিয়ে এভাবেই বলছিলেন নগরীর শেখঘাটের বাসিন্দা ব্যবসায়ী শামীম আহমদ। 

শুক্রবার (১১ আগস্ট) সকালে বিভিন্ন ধরনের ছোট মাছের দাম হাঁকা হয় ২ হাজার টাকা। নিলাম প্রতিযোগিতায় এই মাছ ১৬০০ টাকা দিয়ে কিনে নেন ওই বাজারেরই মৎস্য ব্যবসায়ী সাবির মিয়া।

 

বাংলানিউজকে তিনি বলেন, বাজারে এমনিতেই ছোট মাছের দাম বেশি। এ মাছ আবারও বিক্রি করা হবে।  

এ সময় সেখানে ঝুলিয়ে রাখা ২ কেজি ছোট চিংড়ি মাছও ১ হাজার ৩০০ টাকায় কিনে নেন সাবির। আর তখন শামীম বলেন, ‘বাজারে হুরু মাছ গিরাব’ (বাজারে ছোট মাছের দাম বেশি)।  

সিলেটের বাজারে ছোটমাছের চড়া দাম।  ছবি: আবু বকর / বাংলানিউজ  তার সঙ্গে তাল মিলিয়ে মৎস্য ব্যবসায়ী আতাউর রহমান বলেন, হাওরের মাছ তো, তাই দাম বেশি। আর এখন হাওরের বড় মাছ নেই। হাওরের বড় মাছ বাজারে উঠে নভেম্বর-ডিসেম্বরে। এখন যা আছে সব চাষের মাছ। তবে ছোট মাছ এলেও খুব কম আসছে। তাই দাম অনেক চড়া।  

সরেজমিনে বাজার ঘুরে দেখা যায়, বাজারে বিভিন্ন জাতের বড় সাইজের মাছ রয়েছে। এর মধ্যে দেশি বা হাওরের মাছের সংখ্যা কম। বাজার ধরে রেখেছে চাষের মাছ।
 
ফলে সুনামগঞ্জসহ হাওরাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে আসা ছোট বোয়াল, টেংরা, পাবদা, ছোট চিংড়ি, রানি মাছ, মলা মাছ, বাইমসহ বিভিন্ন ধরনের মাছ উঠলেও দাম বেশ চড়া।  

লামাকাজি এলাকার ছোট মাছের ব্যবসায়ী আজির উদ্দিন বাংলানিউজকে বলেন, সুনামগঞ্জের বিভিন্ন হাওর থেকে ছাতকের গোবিন্দগঞ্জ বাজারে মাছ আসে। সেখান থেকে আমরা মাছ নিয়ে আসি সিলেটে। এই মাছগুলো গত রাতের (বৃহস্পতিবার) ধরা হয়েছে। তাই দেখতে একটু সাদা ও ফ্যাকাশে হয়ে গেছে।  

বাজারের খুচরা বিক্রেতা শাহীদ নূর বলেন, আমার সামান্য পুঁজি, ছোট মাছ যেগুলো উঠে নিলাম ডেকে বিক্রি করি।  

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
এনইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।