ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বৃষ্টির দোহাইয়ে বাড়ছেই নিত্যপণ্যের দাম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
বৃষ্টির দোহাইয়ে বাড়ছেই নিত্যপণ্যের দাম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীর দ্রব্যমূল্যের বাজারে হঠাৎ করেই শুরু হয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতা; গত কয়েক সপ্তাহের টানা বৃষ্টিপাতের দোহাই দিয়ে সবজির দাম বেড়ে হয়েছে তিন থেকে চারগুণ বেশি। কয়েক দফা বেড়েছে চাল আর পেয়াজের দামও। 

দেশের বিভিন্ন স্থানে বন্যা ও টানা বৃষ্টিতে শাকসবজির ক্ষেত তলিয়ে যাওয়ায় জেলার বাজারগুলোতে সরবরাহ স্বাভাবিক অন্য সময়ের চেয়ে  কমে হয়েছে প্রায় অর্ধেক। এভাবেই বেড়ে চলছে দ্রব্যমূল্যের দাম।

 

শুক্রবার (১১ আগস্ট) শহরের বড় বাজার, রেলওয়ে স্টেশন বাজার, মুক্ত বাজার ও মহিপাল কাঁচাবাজারে ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ চিত্র পাওয়া গেছে।  


বাজার ঘুরে দেখা যায়, সবচেয়ে যে জিনিসটির দাম বেড়েছে তা হলো পেঁয়াজ। দুই সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে প্রায় ২০ থেকে ২৫ টাকা। প্রতিকেজি পেঁয়াজ ফেনী বড়বাজারে বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকায়।  


হকার্স মার্কেট ও মহিপাল বাজারে বিক্রি হচ্ছে ৪০ টাকায়। গত মাসের মাঝামাঝি সময়ে বিক্রি হয়েছে ১৪ থকে ১৬ টাকায়। দুই থেকে চারদিন পর তা বেড়ে হয়েছে ২২ থেকে ২৪ টাকা। দু’সপ্তাহের ব্যবধানে তা ঠেকেছে ৪৫ টাকায় গিয়ে।  

বিক্রেতারা জানিয়েছেন, বন্যায় দেশের বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জসহ বিভিন্ন স্থানে পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়া এবং সরবরাহে বিঘ্ন ঘটার কারণেই এ দাম বেড়েছে।
 
চালের দামও বেড়েছে কেকিতে ৫ টাকার বেশি। শহরের বড় বাজারে মোটা চাল বিক্রি হচ্ছে ৪৮ টাকায়। মান ভেদে সরু চাল বিক্রি হচ্ছে  প্রতিকেজি ৫০  থেকে শুরু করে ৬০ টাকায়।
 
শহরের মহিপাল কাঁচাবাজারে গিয়ে দেখা যায়, মাছ মাংসের বাজার কিছুটা স্থিতিশীল রয়েছে। গরুর মাংস হাড়সহ ৪৭০ টাকা। খাসি ৬৫০, ইলিশ মাছ পিস (৫০০ গ্রামের বেশি) ৬৫০ টাকা, দেশি শিং ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অন্য মাছগুলো পাওয়া যাচ্ছে আগের দামেই।
 
তবে সবজির বাজার একদম লাগামছাড়া। শহরের সুলতান মাহমুদ পৌর হকার্স মার্কেটে গিয়ে দেখা যায়, প্রতিকেজি রসুন ১১৮, আদা ৯০, পটল ৪৫, শসা ৫০, কাঁচা মরিচ ৬০, কচুরমুখী ৪৫, গাজর ১০০, বেগুন ৪০-৪৫, পেঁপে ৪০, টমেটো ৯০, বরবটি ৫০, কচুরলতি ৫০, চাল কুমড়া ৪০, হাইব্রিড মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ক্রেতারা জানান, মাত্র দুই সপ্তাহের ব্যবধানে প্রত্যেকটি পণ্যে দাম বেড়েছে কয়েকগুণ। আশরাফ আলম নামে এক ক্রেতা জানান, গত দুই সপ্তাহ আগেও রসুন ছিল ৭০/৮০ টাকা,তা এখন বিক্রি হচ্ছে ১২০ টাকায়। পেঁয়াজের দামতো লাগামছাড়া।  

এদিকে বিক্রেতা জানিয়েছেন, বৃষ্টির কারণেই দাম একটু বেশি। বৃষ্টি কমে অবস্থা স্বাভাবিক হলে দাম ফের কমে যাবে।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭  
এসএইচডি/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।