ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাজারে স্ন্যাকস পণ্য নিয়ে এলো বসুন্ধরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
বাজারে স্ন্যাকস পণ্য নিয়ে এলো বসুন্ধরা কেক কেটে বসুন্ধরা স্ন্যাকস পণ্যের উদ্বোধন করছেন বিজি চেয়ারম্যানসহ অতিথিরা। ছবি: জিএম মুজিবুর/বাংলানিউজ

ঢাকা: ‘নিউট্রিশন ফর হেলদি লাইফ’ স্লোগানে বাজারে স্ন্যাকস পণ্য নিয়ে এসেছে বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড (বিএফবিআইএল)।

বসুন্ধরার এই স্ন্যাকস পণ্যের মধ্যে রয়েছে জনপ্রিয় আইটেম। যেমন- ইনস্ট্যান্ট নুডলস, স্টিক নুডলস, পাস্তা, স্যুপ ও চিপস।


 
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) এক জমকালো অনুষ্ঠানে অতিথিদের নিয়ে কেক কেটে এ পণ্যের উদ্বোধন করেন।
 
এ সময় বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান, দৈনিক কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, বিএফবিআইএল ও বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেডের (বিএমএফ) প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) রশিদুল আহসানসহ গ্রুপের উচ্চ পদস্থ কর্মকর্তা ছাড়াও ব্যবসায়িক অংশীদাররা উপস্থিত ছিলেন।
বসুন্ধরা স্ন্যাকস পণ্যের উদ্বোধনী অনুষ্ঠান-ছবি: জিএম মুজিবুর/বাংলানিউজ
 বাজারে বসুন্ধরার পণ্যের চাহিদার ব্যাপকতার কথা চিন্তা করেই ভোক্তা পর্যায়ে নিজস্ব স্ন্যাকস আইটেম নিয়ে আসা হয়েছে। উন্নত কাঁচামাল, আন্তর্জাতিক মান নির্ধারণের নিশ্চয়তায় বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রতিশ্রুতিবদ্ধ।
 
শিগগিরই ধারাবাহিকভাবে আরও নানা ধরনের পণ্য নিয়ে বসুন্ধরা ভোক্তার দোরগোড়ায় পৌঁছাবে বলে অনুষ্ঠানের জানানো হয়েছে।  
 
শিশু-কিশোরদের ফ্যাশন শো, বিখ্যাত শিল্পীদের পরিবেশনা এবং গ্র্যান্ড ডিনারের মাধ্যমে এক জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
এমআইএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।