ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজধানীতে ‘ওয়াকার’ ফুটওয়্যারের দু’টি শোরুম উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
রাজধানীতে ‘ওয়াকার’ ফুটওয়্যারের দু’টি শোরুম উদ্বোধন

ঢাকা: দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আরএফএল এর ফুটওয়্যার ব্র্যান্ড ‘ওয়াকার’ এর দু’টি শোরুম চালু করা হয়েছে।
 
 

গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাজধানীর সায়েদাবাদ ও পোস্তগোলায় ওয়াকার ফুটওয়্যার এর চিফ অপারেটিং অফিসার কামরুল হাসান শোরুম দু’টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
 
অনুষ্ঠানে কামরুল হাসান বলেন, ওয়াকার ফুটওয়্যারের মূল উদ্দেশ্য সব বয়সীদের জন্য সাশ্রয়ী দামে মানসম্পন্ন ও যুগোপযোগী ফুটওয়্যার তৈরি করা।


 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ওয়াকার ফুটওয়্যার এর অপারেশনাল ম্যানেজার শিবঅভ্র চ্যাটার্জি, প্রোডাকশন ম্যানেজার আব্দুল্লাহ আল আরাফাত, প্রোডাক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার জোহেব হাসান,  রিটেইল সেলস ম্যানেজার মহসিন রেজা বেগ ও অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মাইনুল হাসানসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।