ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কমলনগরে এয়ারটেলের নতুন পরিবেশক অফিস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
কমলনগরে এয়ারটেলের নতুন পরিবেশক অফিস কমলনগরে এয়ারটেলের নতুন পরিবেশক অফিসের উদ্বোধনী অনুষ্ঠান/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের এয়ারটেল ব্র্যান্ডের নতুন পরিবেশক জেবিন ট্রেডার্স’র উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার হাজিরহাটের ভাই ভাই সুপার মার্কেটের তৃতীয় তলায় এ পরিবশেক অফিসের উদ্বোধন করা হয়। ফিতা ও কেক কেটে নুতন এ অফিসের উদ্বোধন করেন ইস্টার্ন প্লাজার মার্কেটিং ডিরেক্টর নাজির আহমেদ।

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- কোম্পানির রিজিউনাল ম্যানেজার (নোয়াখালী রিজন) জহির রায়হান, লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট সেলস ম্যানেজার রফিকুল ইসলাম, জেবিন ট্রেডার্স’র স্বত্ত্বাধিকারী জয়নাল আবেদিন প্রমুখ।

আলোচনা সভা শেষে জেবিন ট্রেডার্স’র উদ্বোধন উপলক্ষে অতিথি ও স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে এক আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পরিবেশক অফিসের সামনে থেকে শুরু হয়ে হাজিরহাট বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।