ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চা মালিকদের নিয়ে বিটিআরআই’র সেমিনার

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
চা মালিকদের নিয়ে বিটিআরআই’র সেমিনার চা মালিকদের নিয়ে উচ্চ পর্যায়ের সেমিনার/ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: শ্রীমঙ্গলের বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটে (বিটিআরআই) দেশের বিভিন্ন চা বাগান মালিকদের অংশগ্রহণে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে বিটিআরআই সেমিনার হলে বাংলাদেশে বিভিন্ন চা কোম্পানির প্রায় ২৬জন নীতি-নির্ধারক মহলের উচ্চ পদস্থ কর্মকর্তা এতে অংশ নেন।

বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম সেমিনার প্রধান অতিথি ছিলেন।

এসময় তিনি চা বাগান মালিকপক্ষের চা তৈরি এবং বিপণনসহ নানান সমস্যা ও সম্ভাবনার কথা শুনেন।

বিটিআরআই’র পরিচালক ড. মোহাম্মদ আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা চা বাগানের মালিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশীয় চা সংসদের (বিটিএস) চেয়ারম্যান এবং সাতগাঁও চা বাগান ম্যানেজিং ডিরেক্টর (এমডি) আরদাশির কবীর, ফিনলে টি’র এমডি একিউআই চৌধুরী, এমএম ইস্পাহানি টি কোম্পানির চেয়ারম্যান সালমান ইস্পাহানি, মা জান টি এস্টেটের চেয়ারম্যান এডমিরাল এমএইচ খান এবং এমডি বেগম এফ এইট খান, ঠান্ডাছড়ি টি এস্টেটের এমডি কাজী ইশতেয়াক আহমদ, আগুনিয়া টি এস্টেটের এমডি মীর মাহবুবুর হক শওকত প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
বিবিবি/এসএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।