ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ক্রেতা বুঝে মাছের দাম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
ক্রেতা বুঝে মাছের দাম মাছের বাজারে পসরা সাজিয়ে বসেছেন মাছ বিক্রেতারা; ছবি- দীপু মালাকার

ঢাকা: রাজধানীর খুচরা বাজারগুলোতে মাছের বাজার দরের কোন নির্দিষ্টতা লক্ষ্য করা যায়নি। ক্রেতা বুঝে দাম নিচ্ছেন খুচরা মাছ বিক্রেতারা।

শুক্রবার (২৫ আগস্ট) মিরপুর, কারওয়ান বাজার ও মতিঝিল এলাকার মাছবাজার ঘুরে দেখা যায় এ দৃশ্য।

বাজারে ছোট রুই ছোট রুই ২২০ থেকে ২৪০, বড় রুই ২৬০ থেকে ৩০০, তেলাপিয়া ১৫০ থেকে ১৬০, পাঙ্গাস ১৫০, ছোট চিংড়ি ৩৩০ থেকে ৪০০, ছোট ইলিশ ৫৫০ থেকে ৬০০, বড় ইলিশ ৯০০ থেকে ১১০০, মাগুর ৬০০, চাষের কই ১৫০ থেকে ১৬০, গজার মাছ ৬০০, বোয়াল ৮০০, ছোট পাবদা ৫০০, বড় পাবদা ১০০০, বাটা মাছ ১৫০ থেকে, বড় চিংড়ি ১২০০, ছোট চিংড়ি ৩২০ থেকে ৩৫০ টাকা দরে প্রতি কেজি বিক্রি হচ্ছে।

 

তবে বাজারে মাছের এই দরের আবার নির্দিষ্টতা লক্ষ্য করা যায়নি। এক এক বাজারে এমনকি একই বাজারে মাছের দামে ভিন্নতা পর্যন্ত লক্ষ্য করা গেছে। বিক্রেতারা যে যেভাবে পারছে দাম রাখছে বলে অভিযোগ করেছে ক্রেতারা।

মিরপুরের কাজিপাড়া এলাকায় ছোট রুই ২২০ থেকে ২৪০, বড় রুই ২৬০ থেকে ৩০০ টাকায় প্রতি কেজি বিক্রি হলেও মিরপুর ১ নম্বর এলাকায় বড় রুই ৪০০ টাকায়ও বিক্রি করতে দেখা গেছে। এছাড়া কারওয়ান বাজার ও মতিঝিল এলাকায় বড়-ছোট পাবদা মাছ ৫০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হলেও মিরপুর ১ নম্বর বাজারে গিয়ে দেখা যায় ৫০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে মাছটি।

এভাবে প্রায় বেশিরভাগ মাছের ক্ষেত্রেই দামের তারতম্যের ঘটনা লক্ষ্য করা গেছে রাজধানীর বাজারগুলোতে। এ বিষয়ে মিরপুর ১ নম্বর এলাকার মাছ বিক্রেতা জাফর বলেন, আমাদের এখন মাছ কিনতে হচ্ছে অনেক বেশি দামে। ক্রেতারা অনেকে একটু বেশি দামে কিনতে চায় না। কিন্তু ব্যবসা টিকিয়ে রাখতে তাদের কাছে একটু কম দামে মাছ বিক্রি করলেও অন্যদের কাছে মাছের দাম বেশি রেখে পুষিয়ে নেই। এ ছাড়া আমাদের উপায় নেই।

তবে দামের ভিন্নতার ক্ষেত্রে যুক্তিযুক্ত কোন কারণ বিক্রেতারা উপস্থাপন করতে পারে নি এবং ক্রেতাদের দাবি ইচ্ছা করেই বেশি লাভের আশায় তারা মাছের দামের ভিন্নতা সৃষ্টি করছে।

কারওয়ান বাজার এলাকায় মাছ কিনতে আসা তানিয়া আহমেদ বলেন, এরা যেভাবে পারছে দাম নিচ্ছে। কোনো নির্দিষ্টতা নেই। গতকাল যে মাছ দাম দেখে গেছি ১৫০ টাকা আজকে তা বেড়ে দাঁড়িয়েছে ২০০ টাকায়। দাম নিয়ন্ত্রণের জন্য সরকারি ব্যবস্থাপনা দরকার।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
এমএএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।