ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাসাবোতে ‘মিঠাই’র শোরুম চালু

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
বাসাবোতে ‘মিঠাই’র শোরুম চালু বাসাবোতে ‘মিঠাই’র শোরুম চালু/ছবি: সংগৃহিত

ঢাকা: ঐতিহ্যবাহী সব মিষ্টির সমাহার নিয়ে রাজধানীর বাসাবোতে শোরুম চালু করেছে প্রাণ-আরএফএল গ্রুপের রিটেইল চেইনশপ ‘মিঠাই’। মঙ্গলবার (২২ আগস্ট) ‘মিঠাই’র ২১তম এ শোরুমটির উদ্বোধন করা হয়।

শনিবার (২৬ আগস্ট) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ক্রেতারা এ শোরুম থেকে দই ও মিষ্টি কিনলে উদ্বোধন উপলক্ষে ছয় দিনব্যাপী ১০ শতাংশ ছাড় পাবেন।

শোরুমটিতে মিষ্টি ছাড়া ও শন পাপড়ি, বার্গার, চিকেন ফ্রাই, চিকেন নাগেট, চিকেন শর্মা, ফ্রাইড রাইস, কফি, লাচ্ছি, জুস ও বেভারেজসহ প্রভৃতি খাদ্যদ্রব্য পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-মিঠাই’র অপারেশন ম্যানেজার আশরাফুল আলম, ব্র্যান্ড ম্যানেজার মোহাম্মাদ মুজাহিদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মোহাম্মাদ পারভেজ ও সেলস ম্যানেজার পলাশ সমাদ্দার।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।