ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৫০ শতাংশ গার্মেন্টে বোনাস হয়নি!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
৫০ শতাংশ গার্মেন্টে বোনাস হয়নি! কারখানায় কাজ করছেন পোশাক শ্রমিকরা (ফাইল ছবি)

ঢাকা: ঈদুল আজহা আর মাত্র পাঁচদিন দূরে থাকলেও দেশের ৫০ শতাংশ গার্মেন্ট কারখানার শ্রমিকদের হাতে পৌঁছায়নি ঈদের বোনাসের টাকা। চলতি মাসের বেতনসহ বোনাস দিতে শ্রম মন্ত্রণালয় যে নির্দেশনা দিয়েছিলো তাতে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলেছেন কারখানা মালিকরা।

জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগ সূত্রে জানা যায়, ১৬ আগস্ট ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটির ৩৫তম সভায় মালিকদের ২৪ আগস্টের মধ্যে শ্রমিকদের বোনাস পরিশোধের নির্দেশনা দিয়েছিলেন শ্রমমন্ত্রী। কিন্তু ২৬ তারিখেও ৫০ শতাংশ গার্মেন্ট শ্রমিকদের বোনাসের দেয়নি।

অন্যদিকে ছুটির আগেই আগস্ট মাসের বেতন পরিশোধের নির্দেশনাও মানছে না অধিকাংশ কারখানা।

আশুলিয়ার জামগড়া এলাকার লিন্ডা গার্মেন্টের শ্রমিকরা বাংলানিউজকে বলেন, ঈদের বোনাস তো দূরের কথা আমরা এখনও জুলাই মাসের বেতনই পাইনি। বেতন নিয়ে মালিক কোনো কথাই বলছেন না। বাড়ি গিয়ে মা-বাবার সাথে ঈদ করার আশা ছেড়ে দিয়েছি। জুলাই মাসের বাড়ি ভাড়াও দেওয়া হয়নি। দিনে তিন বেলা খাবারই জুটছে না ঠিকমতো সেখানে আবার বোনাস আশা!

আশুলিয়ার সিলভার অ্যাপারেলের শ্রমিক রফিক বাংলানিউজকে বলেন, আগস্ট মাসের বেতন দেওয়ার কথা মালিকপক্ষ থেকে জানানো হয়নি। মলিকপক্ষের লোকজন বলছেন ছুটির পরে এসে বেতন নিতে। বোনাস এখনও পাইনি। যদি ঈদের দুই দিন আগে বেতন পাই তাহলে বাড়ি যাওয়ার টিকিটই পাবো কীভাবে আর ঈদের কেনাকাটাই করবো কীভাবে?

কাকরাইল ফ্যাশন জোন গার্মেন্টস ও আশুলিয়ার আঞ্জুমান গার্মেন্টের এক হাজারেরও বেশি শ্রমিক এখনও পাননি ঈদের বোনাস। শ্রমিকরা স্বল্প টাকায় কয়েকজন মিলে অন্যান্য বছর কোরবানি দিলেও এবার তারা কোরবানি দিতে পারবেন কিনা জানেন না।  
 
লিন্ডা গার্মেন্টস, ফ্যাশন জোন গার্মেন্টস, আঞ্জুমান গার্মেন্টসের মতোই এই শিল্পের ৫০ শতাংশ কারখানার শ্রমিকরাই এখনও বোনাস পায়নি বলে জানিয়েছে শ্রমিক সংগঠনগুলো।

মালিকরা বরাবরই শ্রমিকদের নিয়ে তামাশা করেন বলে মন্তব্য করেছেন জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি। বাংলানিউজকে তিনি বলেন, মালিকরা চাইলেই নির্দিষ্ট সময়ে মধ্যে বেতন বোনাস দিয়ে দিতে পারেন। তারা তাদের বিলাসিতাপূর্ণ ঈদ উদযাপন করতে সর্বোচ্চ চেষ্টা করেন। কিন্তু শ্রমিকদের কথা এলেই আর কোনো কথা বলেন না। কমপ্লায়েন্স ফ্যাক্টরিগুলোতে বোনাস হলেও ঈদের দিন পর্যন্ত সব ছোট ও মাঝারি আকারের কারখানার শ্রমিকদের বোনাস হবে কিনা সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। সরকার থেকে ২৪ তারিখের মধ্যে বোনাস দেওয়ার নির্দেশনা দিলেও মালিকরা তা শোনেননি। কিন্তু এ বিষয়ে শ্রম মন্ত্রণালয় মালিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেয়নি।
 
টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক তপন সাহা বাংলানিউজকে বলেন, ঈদের যেখানে আর মাত্র কয়েকদিন বাকি সেখানে এখনও ৫০ শতাংশের মতো কারখানার শ্রমিকরা বোনাস পাননি। এখন মালিকরা যদি ঈদের আগের দিন বোনাস দেন তাহলে শ্রমিকরা বাসের টিকিট পাবেন কী করে? ২৮ আগস্ট থেকে পালাক্রমে গার্মেন্ট শ্রমিকদের ছুটি দিতে বলা হয়েছে। শ্রমিকরা এখনও বোনাস পাননি তারা ছুটি দিয়ে কী করবে?
 
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৭
ইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।