ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রাণ এর সহায়তায় বিদ্যানন্দের এক টাকায় আহার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
প্রাণ এর সহায়তায় বিদ্যানন্দের এক টাকায় আহার  পথশিশুদের সঙ্গে প্রাণ ড্রিংকিং ওয়াটারের বিশেষ আয়োজন।

ঢাকা: পথশিশুদের জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশনের এক টাকায় আহার কর্মসূচিতে সহায়তা করেছে প্রাণ ড্রিংকিং ওয়াটার। গত শুক্রবার কমলাপুর ও বিমানবন্দর রেল স্টেশনে বিপুল সংখ্যক পথশিশু প্রাণ ড্রিংকিং ওয়াটারের আয়োজনে দুপুরের আহারে অংশ নেয়।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ ও প্রাণ বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড ম্যানেজার আবদুল্লাহ আল জাবেরসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

এর আগে গত ১০ মার্চ সুবিধাবঞ্চিত পথশিশুদের সহযোগিতার জন্য প্রাণ ড্রিংকিং ওয়াটার আয়োজনে করে ‘ওয়াকাথন’ প্রতিযোগিতা।

রাজধানীর হাতিরঝিলে ৫ কিলোমিটার ব্যাপী এ হাঁটা প্রতিযোগিতায় প্রায় ২,০০০ জন অংশগ্রহণ করেন। এর অংশ হিসেবে আহার কর্মসূচির আয়োজন করা হয়।    

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।