ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মাসুদ বিশ্বাস কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
মাসুদ বিশ্বাস কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক মো. মাসুদ বিশ্বাস

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক থেকে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. মাসুদ বিশ্বাস।

সোমবার (২৮ আগস্ট) পদোন্নতি দিয়ে তাকে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। এর আগে তিনি প্রধান কার্যালয়ের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।


 
মাসুদ বিশ্বাস ১৯৮৮ সালে সরাসরি সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দেন। দীর্ঘ ২৯ বছরের পেশাগত জীবনে তিনি কেন্দ্রীয় ব্যাংকের মানবসম্পদ বিভাগ, ব্যাংকিং প্রবিধি ও নীতি, ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট, ডিপোজিট অ্যাকাউন্টস, কৃষি ঋণ, পেমেন্ট সিস্টেমস, ব্যাংক পরিদর্শন বিভাগ এবং বাংলাদেশ ব্যাংকের বগুড়া ও চট্টগ্রাম অফিসে বিভিল্পু পদে দায়িত্ব পালন করেছেন।
 
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার নওলামারী গ্রামে এক সভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। প্রশিক্ষণ, সেমিনার ও দাপ্তরিক কাজে তিনি যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ফিলিপাইন, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভারতসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।
 
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৭
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।