ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শিবালয়ে এফবিসিসিআই’র ত্রাণ বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
শিবালয়ে এফবিসিসিআই’র ত্রাণ বিতরণ শিবালয়ে এফবিসিসিআই’র ত্রাণ বিতরণ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেল ৪ টার দিকে উপজেলার মহাদেবপুর ইউনিয়ন ডিগ্রি কলেজ মাঠে বন্যার্ত ৭’শ পরিবারের মাঝে চাল, ডাল, আলু ও তেল বিতরণ করে সংগঠনটি।

এসময় উপস্থিত ছিলেন-স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাঈমুর রহমান দুর্জয়, এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহীউদ্দিন, সহ সভাপতি মোস্তাকিম আশরাফ, পরিচালক তাবারাকুল তোসাদ্দেক খান টিটু ও শমী কায়সার, ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।