ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ লাখ টাকা অনুদান বিকাশের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ লাখ টাকা অনুদান বিকাশের প্রধানমন্ত্রীর হাতে ৫০ লাখ টাকার চেক তুরে দিচ্ছেন বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর

ঢাকা: মোবাইলভিত্তিক আর্থিক লেনদেনের বৃহত্তম প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড বন্যার্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে। 

বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর বুধবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে তার হাতে ৫০ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

এসময় বিকাশের পরিচালনা পর্ষদের সদস্য নিহাদ কবির এবং চিফ এক্সটারনাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.) উপস্থিত ছিলেন।

 

বিকাশের এই অনুদান প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল এবং এর কর্মীদের স্বেচ্ছা অনুদান থেকে সংগৃহীত।  

সামাজিক দায়বদ্ধতার প্রতি অঙ্গীকারবদ্ধ একটি দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান হিসেবে বিকাশের অসহায় মানুষের পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।  

দেশের উত্তরাঞ্চলের বন্যার্তদের সহায়তার জন্য বিকাশ সম্প্রতি ১০ সদস্যের একটি টিম পাঠায়। এই টিম কুড়িগ্রাম জেলার দুর্গম চরে প্রায় ২ হাজার পরিবারের মাঝে ৩০ মেট্রিক টন খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করে।  

পরিবারপ্রতি দুই সপ্তাহ চলার উপযোগী এই খাদ্য ও ত্রাণ সামগ্রীর মাঝে রয়েছে চাল, ডাল, তেল, লবণ, চিনি, মসলা, বিশুদ্ধ খাবার পানি, বিস্কুট, জরুরি ওষুধ, খাবার স্যালাইন এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। বিকাশের এই কার্যক্রম থেকে বন্যাপীড়িত প্রায় ১০ হাজার মানুষ উপকৃত হবে।  

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
এসই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।