ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঈদে অ্যাপেক্সের ফাটাফাটি অফার!

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৭
ঈদে অ্যাপেক্সের ফাটাফাটি অফার! ঈদে অ্যাপেক্সের ফাটাফাটি অফার!

ঢাকা: ‘অ্যাপেক্স এর উপহার উৎসব-এ বিশেষ ছাড়’ স্লোগানে সব বয়সীদের জন্য স্টাইলিশ জুতো নিয়ে এসেছে অ্যাপেক্স। সঙ্গে রয়েছে ফাটাফাটি ডিস্‌কাউন্ট অফার। 

জনপ্রিয় অ্যাপেক্স ফুটওয়্যার স্টোরে এবার স্টাইল সচেতন মেয়েদের জন্য রয়েছে মুচি’র আকর্ষণীয় মেটালিক ফ্লোরাল স্টিলেটোস্ এবং অ্যাম্ব্রয়ডেড মিউলস্। এছাড়াও রয়েছে নিনো রসি’র আরামদায়ক ও স্টাইলিশ ওয়েজ হিল।

সঙ্গে থাকছে তরুণীদের জন্য স্যান্ড্রা রোসা’র কালারফুল স্যান্ডেল ও ফ্যাশনেবল ব্যালেরিনা সু, দাম ৬৯০-৩১৯০ টাকার মধ্যে।

পছন্দের জুতো ছাড়াও বেছে নিতে পারেন ম্যাচিং ও ট্রেন্ডি সব ব্যাগ এবং ক্লাচ। আরও রয়েছে বাচ্চাদের জন্য রং-বেরঙের বাহারি স্যান্ডেল, পাম্প-সু, লোফার, যা পাওয়া যাবে ৩৯০ থেকে ১৯৯০ টাকায়।  

ছেলেদের জন্য আউটস্ট্যান্ডিং স্টাইলের ম্যাভেরিকবুট, লোফার, ভেনচুরিনির ফিউশন স্টাইলের ফরমাল সু- যার ইউনিক সোল, লেইস ও এক্সেসরিজে থাকছে ভিন্নতা ও নতুনত্ব।  

এছাড়া পাঞ্জাবির সঙ্গে পরার জন্য এক্সক্লুসিভ ও ট্রেডিশনাল স্যান্ডেল তো থাকছেই, বিভিন্ন রেঞ্জের সু ও স্যান্ডেলের দাম ১৪৯০ থেকে ৯৯৯০ টাকা। তাহলে দেরি না করে তাড়াতাড়ি বাছাই করে নিন এবার ঈদে আপনার এবং আপনার প্রিয়জনদের স্টাইলটি।  

বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে নির্দিষ্ট জুতোর জন্য ৭০ শতাংশ পর্যন্ত ছাড়। এছাড়াও নতুন পণ্যের জন্য রয়েছে ‘বিকাশ’ এর ২০ শতাংশ ক্যাশব্যাক অফার। সবমিলিয়ে ফাটাফাটি ডিসকাউন্ট অফারগুলো লুফে নিতে পারেন আপনিও।  

এখন ঘরে বসেও পাওয়া যাবে অ্যাপেক্সের জুতো। অনলাইনে ঝামেলামুক্ত ঈদ শপিং করতে ভিজিট করুন-  www.apex4u.com। এছাড়াও অ্যাপেক্সের পণ্য পাওয়া যাবে জনপ্রিয় অনলাইন শপ দারাজ ও বাগডুমে।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।