ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মেয়র আনিসুলের রোগমুক্তি কামনা আবুল কাশেম আহমেদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৭
মেয়র আনিসুলের রোগমুক্তি কামনা আবুল কাশেম আহমেদের

ঢাকা: লন্ডনে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের দ্রুত রোগমুক্তি কামনা করেছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক প্রথম সহ-সভাপতি আবুল কাশেম আহমেদ।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, আনিসুল হক জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার আগে ব্যবসায়ী প্রতিনিধি ছিলেন। আমি নিজেও আনিসুল হকের নেতৃত্বাধীন পরিষদে এফবিসিসিআই’র প্রথম সহ-সভাপতি হিসেবে কাজ করেছি।


 
আনিসুল হককে একজন সফল ব্যবসায়ী উল্লেখ করে আবুল কাশেম আহমেদ বলেন, সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের বিপদে পাশে আছেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। লন্ডনে তার চিকিৎসা চলছে। তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন, সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করছি।
 
বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৭
এসই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।