ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চাঁদপুরে ১০ সেপ্টেম্বর থেকে শিল্প-বাণিজ্য মেলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৭
চাঁদপুরে ১০ সেপ্টেম্বর থেকে শিল্প-বাণিজ্য মেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপর: চাঁদপুর শহরের বাণিজ্যিক এলাকা পুরান বাজারে চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ১০ সেপ্টেম্বর থেকে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হবে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ বিষয়ে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় ও জাতীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মেলার সার্বিক সহযোগিতায় রয়েছে বেনারশী ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড।

সংবাদ সম্মেলনে মেলার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন- চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়।

প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিএম শাহীনের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- বেনারশী ইভেন্ট ম্যানেজম্যান্ট লিমিটেডের চেয়ারম্যান সফিকুল ইসলাম খাঁন (সুমন), উপদেষ্টা ইকবাল হোসেন (এলাহী)।

এসময় চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন, শহীদ পাটওয়ারী, সহ সভাপতি রহিম বাদশা, সোহেল রুশদী, যুগ্ম সম্পাদক মির্জা জাকির, সাংগঠনিক সম্পাদক আলম পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন

চেম্বার সভাপতি বক্তব্যে বলেন, মেলায় দেশি ও বিদেশি পণ্যের ৬৮টি স্টলসহ শিশুদের বিনোদনের ব্যবস্থা থাকবে। প্রতিদিন স্থানীয় সংগঠনের পরিবশেনায় সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। সার্বিক নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা দ্বারা পুরো মেলা এলাকা নিয়ন্ত্রণ থাকবে। মেলা ১০ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ৯ অক্টোবর পর্যন্ত।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।