ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ওয়েস্টিন ঢাকার নতুন রেসিডেন্ট ম্যানেজার শাখাওয়াত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৭
ওয়েস্টিন ঢাকার নতুন রেসিডেন্ট ম্যানেজার শাখাওয়াত

পাঁচ তারকা মানের আন্তর্জাতিক হোটেল ‘দি ওয়েস্টিন ঢাকা’র রেসিডেন্ট ম্যানেজার পদে শাখাওয়াত হোসেনকে নিয়োগ দিয়েছে এর মাতৃপ্রতিষ্ঠান ম্যারিয়ট ইন্টারন্যাশনাল।

সম্প্রতি তাকে এই নিয়োগ দেওয়া হয় বলে শনিবার (৯ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, শাখাওয়াত হোসেন দীর্ঘ ১৫ বছর যাবত বাংলাদেশের হোটেল বাণিজ্যে গৌরবের সঙ্গে কাজ করে আসছেন।

ওয়েস্টিনে এর আগে তিনি অপারেশন পরিচালক ও ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।  

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হোটেল ও পর্যটন বিভাগে স্নাতকোত্তর ডিগ্রিধারী শাখাওয়াত হোসেন ম্যারিয়টের ইতিহাসের সর্বকনিষ্ঠ বাঙালি রেসিডেন্ট ম্যানেজার।  

হোটেলটির পথচলার শুরু থেকেই দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন তিনি। দি ওয়েস্টিন ঢাকা তার নেতৃত্বে বিভিন্ন সম্মানজনক সম্মাননা লাভ করেছে। শাখাওয়াতের অবদান এই হোটেল এবং সমগ্র পর্যটন বাণিজ্যে সীমাহীন।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।