ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অর্ধলাখ ছাড়ালো স্বর্ণের ভরি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
অর্ধলাখ ছাড়ালো স্বর্ণের ভরি অর্ধলাখ ছাড়ালো স্বর্ণের ভরি

ঢাকা: কয়েক দফা দাম বাড়ার পর এবার অর্ধলাখ টাকা ছাড়িয়ে গেলো স্বর্ণের প্রতি ভরি। একমাসের ব্যবধানে ভরি প্রতি দাম বাড়ানো হলো এক হাজার ৫১৬ টাকা।

সোমবার (১১ সেপ্টেম্বর) থেকে নতুন দাম ৫০ হাজার ১৫৫ টাকায় বিক্রি হবে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ।
 
এর আগে স্বর্ণের দাম বেড়েছে চলতি বছরের ১৩ আগস্ট।

বেশ কয়েকবার স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।
 
রোববার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) সভাপতি দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  
 
নতুন মূল্য তালিকায়  ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি বিক্রি হবে ৪৭ হাজার ৮২২ টাকা। আগে দাম ছিল ৪৬ হাজার ৪শ ৮১ টাকা। ভরিতে বেড়েছে ১৩৪১ টাকা।
 
১৮ ক্যারেটের স্বর্ণ ভরিপ্রতি ১১৬৬ টাকা বেড়ে বিক্রি হবে  ৪১ হাজার ৯৯০ টাকায়। বর্তমান দাম  রয়েছে ৪০ হাজার ৮২৪ টাকায়।  
 
আর সনাতন পদ্ধতিতে প্রতি ভরিতে ৫৮৩ টাকা বেড়ে দাম হয়েছে ২৬ হাজার ৮২৭ টাকা। বর্তমান দাম ২৬ হাজার ২৪৪ টাকা।  
 
অপরিবর্তিত রয়েছে রুপার দাম। প্রতি ভরি বিক্রি হচ্ছে ১০৫০ টাকায়।
 
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
এসই/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।