ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গোলাম ফারুক এসবিএসি ব্যাংকের নতুন এমডি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
গোলাম ফারুক এসবিএসি ব্যাংকের নতুন এমডি

ঢাকা: সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগদান করেছেন মো. গোলাম ফারুক। এর আগে তিনি একই ব্যাংকের জ্যেষ্ঠ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

ব্যাংকের পরিচালনা পর্ষদের নিয়োগের পর বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেয়ে তিনি রোববার (১০ সেপ্টেম্বর) যোগদান করেছেন বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
 
মো. গোলাম ফারুক এসবিএসি ব্যাংকে যোগদানের আগে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, জনতা ও বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।


 
তিনি ১৯৮৪ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং পেশা শুরু করেন। চাকরিজীবনে তিনি জনতা ভবন করপোরেট, লোকাল অফিস, ঢাকাসহ বিভিন্ন করপোরেট শাখা এবং জেলা ও বিভাগীয় পর্যায়ের শাখাসমূহে বিশ বছর ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।
 
তিনি বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের জেনারেল ম্যানেজার ছিলেন। বিগত তিন দশকের চাকরিজীবনে করপোরেট ব্যাংকিং বিশেষত ঋণ, বিনিয়োগ, আন্তর্জাতিক বাণিজ্য এবং তহবিল ব্যবস্থাপনা বিভাগে কাজ করেছেন। এছাড়া ব্যাংকের নিরীক্ষণ ও করপোরেট কাঠামো গঠনে অগ্রণী ভূমিকা রেখেছেন।
 
পেশাগত উৎকর্ষতার লক্ষ্যে তিনি দেশ-বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন ট্রেনিং, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশ নেন। গোলাম ফারুক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
 
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৭
এসই/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।