ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শ্র‌মিক আটক, ভোমরা বন্দ‌রে পণ্য লোড-আনলোড বন্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
শ্র‌মিক আটক, ভোমরা বন্দ‌রে পণ্য লোড-আনলোড বন্ধ

সাতক্ষীরা: শ্রমিক আটকের প্রতিবাদে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে পণ্য লোড-আনলোড বন্ধ রয়েছে। 

মঙ্গলবার (১২ সে‌প্টেম্বর) দুপু‌রে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের আহ্বানে পণ্য লোড-আনলোড বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। এ‌তে কার্যত অচল হ‌য়ে প‌ড়েছে ভোমরা বন্দর।

 

ভোমরা বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল ইসলাম বাংলা‌নিউজ‌কে জানান, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সদস্য সদর উপজেলার লক্ষ্মীদাড়ি গ্রামের আব্দুল হামিদকে সোমবার রাতে আটক করে পুলিশ।  
ঘুষ আদায়ের জন্য পুলিশ তাকে বিনা কারণে আটক করেছে। তাই তাকে মুক্তি না দেয়া পর্যন্ত পণ্য লোড-আনলোড বন্ধ থাকবে।

তবে, এ অভিযোগ অস্বীকার করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মদ বাংলা‌নিউজ‌কে জানান, ১০ বোতল ফেনসিডিলসহ আব্দুল হামিদকে আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।