ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বনশ্রীতে ‘বাবা রাফি’র আউটলেট উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
বনশ্রীতে ‘বাবা রাফি’র আউটলেট উদ্বোধন বনশ্রীতে বাবা রাফি’র আউটলেট উদ্বোধন/ছবি: রানা

ঢাকা: বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বিশ্বখ্যাত ইন্দোনেশিয়ান কাবাব চেইন শপ ‘বাবা রাফি’র কনটেইনার আউটলেটের যাত্রা শুরু হলো বনশ্রীতে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর রামপুরার বনশ্রীর ৪ নম্বর রোডে বাবা রাফির নবম কনটেইনার আউটলেটের উদ্বোধন করা হয়।

আউটলেটের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মুস্তাফিজুর রহমান।



এ সময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের অ্যাকাউন্ট অ্যান্ড ফিন্যান্স ডিপার্টমেন্টের হেড মির্জা মুজাহিদুল ইসলাম, মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের জেনারেল ম্যানেজার তৌফিক হাসান, সাপ্লাই চেইন ডিপার্টমেন্টের হেড খাইরুল বাশার খান, এজিএম আব্দুল্লাহিল মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, বাবা রাফি মূলত কাবাবের জন্য বিশ্ব বিখ্যাত। আউটলেটগুলোতে কাবাব, কাবাব রাইস, কাবাব বার্গারসহ কম্বো বার্গার, চ্যাম বার্গার, তন্দুরী রাইস, কম্বো রাইস, সাব-স্যান্ডউইচ পাওয়া যাবে। এছাড়া থাকবে আইসক্রিম, কোল্ড কফি ও মজিটো।

সম্পূর্ণ হালাল এই কাবাবের আউটলেটগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে বলেও জানানো হয়।

নগরীর ব্যস্ততম এলাকা বনশ্রীতে নবম আউটলেট স্থাপন কেন্দ্র করে ঘোড়ার গাড়িতে শোভাযাত্রার আয়োজন করা হয়।
গুলশান, মিরপুর, উত্তরায় একটি করে বাবা রাফির আউটলেট রয়েছে। এছাড়া বসুন্ধরা সিটিতে দু’টি ও বসুন্ধরা আবাসিক এলাকায় রয়েছে তিনটি আউটলেট।

পর্যায়ক্রমে সারা দেশের বিভাগীয় শহরগুলোতে বাবা রাফির কনটেইনার শপ স্থাপন করা হবে।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
এমসি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।