ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্বর্ণের দাম কমলো ভরিতে ১১৬৬ টাকা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
স্বর্ণের দাম কমলো ভরিতে ১১৬৬ টাকা স্বর্ণের দাম কমলো ভরিতে ১১৬৬ টাকা

ঢাকা: কয়েক দফায় বাড়ার পর এবার স্বর্ণের দাম ভরিতে কমছে ১১শ ৬৬ টাকা পর্যন্ত।

বুধবার (২০ সেপ্টেম্বর) থেকে ভরিপ্রতি ৫৮৩ টাকা থেকে ১১শ ৬৬ টাকা পর্যন্ত কমছে অলংকার তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত এ ধাতুর দাম।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে নতুন এ মূল্য জানিয়েছে।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করা হয় বলে দাবি বাজুসের।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা যায়, সবচেয়ে ভালো মানের অর্থাৎ, ২২ ক্যারেটের সোনা প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৮ হাজার ৯৮৯ টাকা দরে।

এর আগে ১১ সেপ্টেম্বর থেকে মঙ্গলবার পর্যন্ত এ মানের সোনার ভরিপ্রতি বিক্রিমূল্য ছিল ৫০ হাজার ১৫৫ টাকা। অর্থাৎ, প্রতি ভরিতে এ মানের সোনার দাম এক হাজার ১শ ৬৬ টাকা কমছে।

বুধবার থেকে পরবর্তী দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত ২১ ক্যারেটের সোনা ভরিপ্রতি বিক্রি হবে ৪৬ হাজার ৭৭৩ টাকা দরে।

মঙ্গলবার পর্যন্ত এ মানের প্রতি ভরি সোনার বিক্রিমূল্য ছিল ৪৭ হাজার ৮২২ টাকা। এ মানের সোনায় ভরিপ্রতি এক হাজার ৫০ টাকা কমেছে। আর ১৮ ক্যারেটের সোনা ৮৭৫ টাকা কমে ভরিপ্রতি বিক্রি দর দাঁড়িয়েছে ৪১ হাজার ১১৬ টাকা।

মঙ্গলবার পর্যন্ত এ মানের সোনার ভরিপ্রতি দাম ছিল ৪১ হাজার ৯৯০ টাকা। আর সনাতন পদ্ধতির সোনা ভরিপ্রতি ২৬ হাজার ৮২৭ টাকার বদলে বিক্রি হবে ২৬ হাজার ২৪৪ টাকায়। অর্থাৎ ভরিতে ৫৮৩ টাকা কমেছে।

এদিকে সোনার দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার বিক্রিমূল্য এক হাজার ৫০ টাকা।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৭
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।