ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

থাইল্যান্ড থেকে ৫০ হাজার টন চাল আমদানি হচ্ছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
থাইল্যান্ড থেকে ৫০ হাজার টন চাল আমদানি হচ্ছে

ঢাকা: আর্ন্তজাতিক দরপত্রের মাধ্যমে থাইল্যান্ড থেকে আরও ৫০ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল (ননবাসমতি) আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে ক্রয় কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের একথা জানান।

থাইল্যান্ডের একটি চাল উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে এ চাল আমদানিতে ব্যয় হবে ১৮১ কোটি ৭৭ লাখ টাকা।

প্রতি মেট্রিক টনের দাম নির্ধারণ করা হয়েছে ৪৩৮ ডলার।

বৈঠকের পর খাদ্য সচিব মো. কায়কোবাদ হোসেন সাংবাদিকদের বলেন, বিভিন্ন দেশ থেকে মোট ৯ লাখ মেট্রিক টন চাল আমদানি করা হচ্ছে। এরমধ্যে ২ লাখ মেট্রিক টন দেশে এসেছে। দেড়লাখ মেট্রিক টন পথে আছে। বাকি চাল নভেম্বর মাসের মধ্যে চলে আসবে।

এদিকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান বলেন, কক্সবাজার জেলার বাকখালী নদী বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন, সেচ ও ড্রেজিং প্রকল্পের আওতায় ৩৮ কিলোমিটার বাঁধ নির্মাণ, সাড়ে ১৮ কিলোমিটার নদী খনন, ১ দশমিক ৮ কিলোমিটার নদী রক্ষাবাঁধ নির্মাণ, সাড়ে সাত কিলোমিটার ক্যানেল পুনঃখনন, স্লুইসগেট নির্মাণ কাজের অনুমোদন দিয়েছে কমিটি।

১৫০ কোটি ৫৯ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ের এ কাজটি পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত নারায়গঞ্জের সোনাকান্দা ডকইয়ার্ড।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ১৫ লাখ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য ২৩২১১টি ট্রান্সফরমার ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে ১৭০ কোটি ২৪ লাখ টাকা।

ময়মনসিংহ জেলায় ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এইএফওভিত্তিক বিদ্যুতকেন্দ্র স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। ১৫ বছর এ কেন্দ্র থেকে সরকার ৮ দশমিক ৪১ টাকায় প্রতিকিলোওয়াট বিদ্যুৎ কিনবে। এতে সরকারের আনুমানিক ব্যয় হবে ১৭৬৪০ কোটি টাকা।
 
অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটিতে দু’টি প্রস্তাব অনুমোদন 

পরিকল্পনা বিভাগের উদ্যোগে সাধারণ অর্থনীতি বিভাগ বাস্তবায়নাধীন বিসিএস ইকোনমিক একাডেমি প্রতিষ্ঠার দলিলে বর্ণিত একাডেমি ভবন নির্মাণের ৮টি প্যাকেজের পূর্ত কাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে করার প্রস্তাব অনুমোদন দিয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ আইন ২০১০) আওতায় সিইউএফএল ও কাফকোর অব্যবহৃত জমি ও জেটি ব্যবহার এবং বঙ্গোপসাগরে সাঙ্গু প্ল্যাটফর্ম ব্যবহার করে ক্ষুদ্র আকারের এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি।

বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এসময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ই-ইলাহী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৭
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।