ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চতুর্থবারের মতো বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
চতুর্থবারের মতো বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান 

নারায়ণগঞ্জ: গার্মেন্ট মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এর দুই বছর মেয়াদী (২০১৭-১৯) পরিচালনা পর্ষদে টানা চতুর্থবারের মত সভাপতি হয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে শহরের চাষাঢ়ায় বিকেএমইএ এর প্রধান কার্যালয়ে নির্বাচিত ২৭ পরিচালকের উপস্থিতিতে অফিস বেয়ারার্স (সভাপতি, ১ম সহ-সভাপতি, ২য় সহ-সভাপতি, ৩য় সহ-সভাপতি ও সহ-সভাপতি (অর্থ)) পদসমূহে নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেলিম ওসমান সভাপতি, মনসুর আহমেদ প্রথম সহ-সভাপতি, ফজলে শামীম এহসান দ্বিতীয় সহ-সভাপতি  পদে, গাওহার সিরাজ জামিল তৃতীয় সহ সভাপতি ও মো. হুমায়ুন কবীর খাঁন শিল্পী সহ-সভাপতি (অর্থ) নির্বাচিত হন।

এর আগে বিকেএমইএ নির্বাচনে সেলিম ওসমানের নেতৃত্বে ২৭ পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তাদের মধ্যে ৫ জন সভাপতি ও সহ সভাপতি ছাড়া বাকি ২২ জন পরিচালক হলেন মঞ্জুরুল হক, আবু আহমেদ সিদ্দিক, জি. এম ফারুক, শামীম আহমেদ, মোস্তফা জামাল পাশা, আলমগীর কবীর, নুরুল আলম চৌধুরী, মো. মজিবুর রহমান, অমল পোদ্দার, মোহা. আল-আমিন, মো. মোরশেদ সারোয়ার, শহীদউদ্দীন আহমেদ আজাদ, আতাউর রহমান, তারেক আফজাল, মো. সাহাদাত হোসেন ভূঁইয়া, খন্দকার সাইফুল ইসলাম, আশিকুর রহমান, শেখ এইচ. এম মুস্তাফিজ, মো. মহিবুর রহমান, মো. মোস্তফা মনোয়ান ভূঁইয়া, মো. ফজলুল কাদের ও রাজিব দাস সুজয়।

এবারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এফবিসিসিআই এর সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলী। এছাড়াও নির্বাচন বোর্ডের অন্য সদস্যরা হলেন- এফবিসিসিআই এর বর্তমান পরিচালক প্রবীর কুমার সাহা এবং নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি মাহমুদ হোসেন।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।