ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশের বাজারে ভারতীয় ‘সার্ভো’ লুব্রিক্যান্টস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
বাংলাদেশের বাজারে ভারতীয় ‘সার্ভো’ লুব্রিক্যান্টস সংবাদ সম্মেলন/ ছবি: কাশেম হারুন

ঢাকা: ভারতের সরকারি তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেডের লুব্রিক্যান্টস ‘সার্ভো’ বাংলাদেশে বাজারজাত করবে রানার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রানার ল্যাব অ্যান্ড এনার্জি লিমিটেড।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দিয়েছে রানার গ্রুপ।

রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, রানারের সঙ্গে ইন্ডিয়ান অয়েলের অংশীদারিত্বে দেশের বাজারে বিশ্বমানের সার্ভো লুব্রিক্যান্টস পৌঁছে দেওয়া হবে।

শুধু ভারত নয়, এশিয়ার সিংহভাগ শেয়ার দখলকারী এই ব্র্যান্ড বাংলাদেশেও গ্রাহকের আস্থা অর্জন করতে পারবে বলে আমার বিশ্বাস।

এ সময় রানার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মজিবুর রহমান, সহকারী পরিচালক সৈয়দ নাজিব এম রহমানসহ ইন্ডিয়ান অয়েলের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

ইঞ্জিন অয়েল, ট্রান্সমিশন অয়েল, গিয়ার অয়েল, ব্রেক ফ্লুইড, গ্রিজ ছাড়াও অটোমোবাইল, ইঞ্জিনিয়ারিংসহ সংশ্লিষ্ট খাতের বিভিন্ন ধরনের লুব্রিক্যান্টস রয়েছে সার্ভো ব্র্যান্ডের।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।