ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জিডিপিতে শহরের অবদান বেড়েছে ৩০ শতাংশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
জিডিপিতে শহরের অবদান বেড়েছে ৩০ শতাংশ সেমিনার

ঢাকা: মোট দেশজ উৎপাদনে (জিডিপি) শহরের উৎপাদন হার ৩০ শতাংশ বেড়েছে। যা ১৯৭০ সালে শহরের অবদান ছিলো ২০ শতাংশ। ২০০৮ সালে জিডিপিতে শহরের অবদান ৫০ শতাংশ দাঁড়িয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ এস এম মাকসুদ কামাল।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে এ তথ্য জানান তিনি।
 
প্রবন্ধে বলা হয়, দেশের জিডিপিতে শহরের অবদান দিন দিন বাড়ছে।

১৯৭০ সালে জিডিপিতে শহরের অবদান যেখানে ছিলো ২০ শতাংশ তা ২০০৮ সালে বেড়ে দাঁড়িয়েছে ৫০ শতাংশ। কিন্তু তারপরও জিডিপিতে শহরের অবদানের ওপর নজর দেওয়া উচিত যাতে একটি ক্রমবর্ধমান অর্থনৈতিক উন্নতিতে তা বজায় থাকে।

তবে সাসটেইনিং অর্ডার অব ডিজাস্টার (এসওডি)-এ স্বচ্ছ জবাবদিহিতা জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন এ এস এম মাকসুদ কামাল। তিনি বলেন, শহরের ঝুঁকি ব্যবস্থাপনায় নজর কম দেওয়া হচ্ছে। এসব বিষয়ে সরকারি বা বেসরকরি পর্যায়ে যারা কাজ করছেন তাদের কোনো নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া নেই। অন্যদিকে জবাবদিহিতার বিষয়ে তেমন কোনো তোরজোর নেই এসওডিতে।

অন্যদিকে দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে শহরের কোন কোন জায়গা ঝুঁকিপূর্ণ তা সেভাবে কোথাও উল্লেখ করা হয়নি বলেও জানানো হয় সেমিনারে। শুধু তাই নয় এখন অন্তত ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে সেগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। এক্ষেত্রে যেসব ঝুঁকিপূর্ণ ভবনে পোশাক শিল্পের কারখানা চলছে সেদিকে নজর দিতে হবে বলে মনে করছেন সেমিনারে অংশ নেয়া বক্তারা।

এ সময় অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন হ্যাবিট বাংলাদেশের সিনিয়র ম্যানেজার আবুল বাশার, অক্সফাম এর আরবান ম্যানেজার আনিসুর রহমান চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৭
ইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।