ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রগতি সরণিতে এসবিএসি ব্যাংকের ৫৮তম শাখা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
প্রগতি সরণিতে এসবিএসি ব্যাংকের ৫৮তম শাখা প্রগতি সরণিতে এসবিএসি ব্যাংকের ৫৮তম শাখা

ঢাকা: সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড প্রগতি সরণি শাখার কার্যক্রম শুরু হয়েছে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর)।

ব্যাংকের পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান ক্যাপ্টেন (অব.) এম মোয়াজ্জেম হোসেন প্রগতি সরণির মানামা এম এস টরেন, গ-৯৯/৩/এ অ্যান্ড বি ঠিকানায় ৫৮তম শাখার উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, এসবিএসি ব্যাংক সম্পূর্ণ ডিজিটাল ব্যাংক।

তথ্য-প্রযুক্তিগত উন্নয়নে আমরা সর্বাধিক মনোযোগী। আমাদের ব্যাংকের কার্ড আন্তর্জাতিক মানসম্পন্ন ও অধিক নিরাপদ।

এ উপলক্ষে শাখা চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মো. আব্দুল হাই।

সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. গোলাম ফারুক বলেন, এসবিএসি ব্যাংক ইতোমধ্যে দেশের ব্যাংকিং ব্যবস্থায় শক্ত ভিত্তি রচনা করতে সক্ষম হয়েছে। গোটা ব্যাংকিং খাত যে সময়ে খেলাপি ঋণে জর্জরিত, সে সময় কার্যক্রমের পাঁচ বছরেও এসবিএসি ব্যাংকের খেলাপি ঋণ শূন্য।

আরও বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, এসইভিপি গোলাম নবী, মো. মামুনুর রশিদ মোল্লা ও শফিউদ্দিন আহমেদ, প্রগতি সরণি শাখার ব্যবস্থাপক মো. মোস্তাফিজুর রহমান, কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম।

এসময় এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।