ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রোহিঙ্গাদের জন্য বেক্সিমকোর ত্রাণ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৭
রোহিঙ্গাদের জন্য বেক্সিমকোর ত্রাণ  রোহিঙ্গা নারী-পুরুষ-শিশু/ছবি: সোহেল সরওয়ার

ঢাকা: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের ত্রাণ বিতরণ করেছে বেক্সিমকো গ্রুপ।

বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান সম্প্রতি রোহিঙ্গাদের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করেন।  

সালমান এফ রহমান উখিয়া থানায় রোহিঙ্গাদের জন্য নির্মিত বালুখালী ক্যাম্প-২ পরিদর্শন করেন এবং রোহিঙ্গাদের জন্য একটি মসজিদ ও মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করেন।

 

এসময় বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান এমপিসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৭
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।