ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

করদাতাদের স্মার্টকার্ড দেওয়া শুরু সিলেট থেকেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৭
করদাতাদের স্মার্টকার্ড দেওয়া শুরু সিলেট থেকেই বক্তব্য রাখেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান

সিলেট: ২০৪১ সালে সমৃদ্ধশালী দেশ প্রতিষ্ঠার মাধ্যমে প্রধানমন্ত্রীর রূপকল্প বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান। 

তিনি বলেন, করের কারণেই বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। দেশের প্রবৃদ্ধি বাড়ছে।

ফলে বিশ্বের কাছে এগিয়ে যাওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশ এখন রোল মডেল। যে কারণে বিভিন্ন দেশ থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশে আসছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগ কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যায়, সে বিষয়ে জানার জন্য।  

মঙ্গলবার (৩ অক্টোবর) দিনব্যাপী সিলেট কর অঞ্চল আয়োজিত রাজস্ব সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

তিনি বলেন, রাজস্ববান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে অভ্যন্তরীণ সম্পদের যোগান বাড়ানোর নির্দেশনা দিয়েছেন। এতে আমাদের বিদেশ নির্ভরতা কমছে। ফলে অতীতের সব রেকর্ড ভঙ্গ করে এগিয়ে যাচ্ছে কর বিভাগ।

রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, নিয়মিত করদাতাদের সিলেট থেকেই স্মার্টকার্ড দেওয়া শুরু করা হবে। আগামী নভেম্বরে আয়কর মেলায় এ কার্ড দেওয়া হবে। আর করদাতাদের গাড়িতে লাগানো থাকবে ট্যাক্স পেয়ার সম্বলিত স্টিকার। বিভিন্ন অফিস আদালতে তারা অগ্রাধিকার ভিত্তিতে সেবা পাবেন।  

এছাড়া রাজস্ব দেওয়ায় সিলেটের মানুষ ইতিবাচক মন্তব্য করে তিনি বলেন, এখানের মানুষ ইচ্ছে করে আয়কর ও মুসক দিতে চায়। ফলে প্রতি বছর লক্ষ্যমাত্রা অতিক্রম সহজ হচ্ছে।  

তরুণ আয়করদাতা বৃদ্ধি ও শতভাগ শিক্ষক আয়করের আওতায় আসায় ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, রাজস্ব সংলাপের মূল উদ্দেশ্য সবার সঙ্গে ঘনিষ্টতা গড়ে তোলা। মূলত অনায়াসে নয়, প্রয়াসে সবার সহযোগিতায় হবে রাজস্ব আদায়।  

সিলেটের বিভাগীয় কমিশনার ড. নাজমুনারা খানমের সভাপতিত্বে সংলাপে রাজস্ব সংলাপে উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মতামত নেওয়া হয়।  

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (প্রশাসন) এস এম আশফাক হোসেন, সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. আব্দুর রাজ্জাক, সদস্য (কাস্টমস নীতি) মো. লুৎফুর রহমান, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্ম সচিব আমিনুল রব চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি খন্দকার শিপার আহমদ, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির, মেট্টোপলিটন চেম্বারের সভাপতি হাসিন আহমদ, সিলেটের কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ প্রমুখ।  

পরবর্তীতে সিলেট চেম্বার অব কমার্স হলরুমে আয়কর ক্যাম্প ও করদাতা উদ্বুদ্বকরণ অনুষ্ঠান ২০১৭ উদ্বোধন করেন রাজস্ববোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান। সিলেটের কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদের সভাপতিত্বে ও অতিরিক্ত কর কমিশনার তৌহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে ২৮ জন নিবন্ধিত করদাতা প্রধান অতিথির কাছ থেকে সনদ গ্রহণ করেন।  

অনুষ্ঠানে কর কর্মকর্তা ছাড়াও চেম্বার নেতারা উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানের সমন্বয়ক কাজল কুমার সিংহ জানান, আয়কর ক্যাম্পে মোট কর আদায় হয়েছে ৬৬ লাখ ৩১ হাজার ৭৩ টাকা। এরমধ্যে পে-অর্ডারে আদায় হয়েছে ৬২ লাখ ২২ হাজার ৮শ এবং চালান মাধ্যমে ৪ লাখ ৮ হাজার ২৬৫ টাকা। রিটার্ন সংখ্যা ৫৯টি ও নতুন করদাতা হিসেবে নিবন্ধিত হয়েছেন ১২৬ জন।  

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৭
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।