ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বসুন্ধরা সিটিতে শুরু মাসব্যাপী লাইফ স্টাইল ফেয়ার ফেস্ট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৭
বসুন্ধরা সিটিতে শুরু মাসব্যাপী লাইফ স্টাইল ফেয়ার ফেস্ট বসুন্ধরা সিটি'র লেভেল-১ এ উদ্বোধন হয় লাইফ স্টাইল ফেয়ার ফেস্টের; ছবি- কাশেম হারুণ

ঢাকা: রাজধানীর বসুন্ধরা সিটিতে শুরু হলো মাসব্যাপী লাইফ স্টাইল ফেয়ার ফেস্ট। লাইফ এন্ড হেলথ লিমিটেড আয়োজিত মাস ব্যাপী এই ফেয়ার ফেস্টে সরাসরি থাইল্যান্ড থেকে আমদানিকৃত বিভিন্ন হেলথ প্রোডাক্ট প্রদর্শন করা হয়।

বুধবার (০৪ অক্টোবর)  বিকেলে বসুন্ধরা সিটি'র লেভেল-১ এ  লাইফ স্টাইল ফেয়ার ফেস্টের উদ্বোধন করেন লাইফ এন্ড হেলথ লিমিটেডের চেয়ারম্যান ডা. শক্তি রঞ্জন পাল ও ব্যাংকক হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. নীলাঞ্জন সেন।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকক হসপিটালের সহকারী মার্কেটিং ম্যা‌নেজার আইভি ট্রিপল্যান্ড সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।

লাইফ স্টাইল ফেয়ার ফেস্টে ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে ১১ টি অনন্য স্বাদের পিচি পাউচ।

এছাড়া মেলায় রয়েছে ১১টি ভিন্ন স্বাদের  তাজা ফলের বিশুদ্ধ রস দইখাম। দইখামে পাওয়া যাবে আম, স্ট্রবেরি, টমেটো, মিক্সড-টমেটো, লিচু, মিক্সড-বেরি, প্যাশন- ফ্রুট, মালবেরি ফলের স্বাদ।

থাইল্যান্ডের বাগানের সুস্বাদু টাটকা ফল থেকে সরাসরি সংগৃহীত এসব রস এন্টি অক্সিডেন্ট সমৃদ্ধ ভেষজ গুণাবলী সম্পন্ন। ব্যবহৃত হয়নি কোন কৃ‌ত্রিম রঙ বা স্বাদ নেই। প্রতি লিটার দইখামের মূল্য ৪০০ টাকা। এছাড়া ২০০ এমএল প্যাক পাওয়া যাবে ৮০ টাকায়।

আর শাক-সবজি ফলমূল ফরমালিনমুক্ত করতে এখানে পাওয়া যাবে কার্বন‌গ্রিন।  শাক-সবজি, ফল, মাছ মাত্র ১০ মিনিট কার্বন‌গ্রিন মি‌শ্রিত পানিতে রাখলেই নিরাপদে খাওয়া যাবে। এক প্যাকেট কার্বন‌গ্রিনের মূল্য ১২৫ টাকা।

বসুন্ধরা সিটির বন্ধের দিন বাদ দিয়ে  প্রতিদিন সকাল ৯ টা থেকে  রাত ৮ টা পর্যন্ত লাইফ এন্ড হেলথ  স্টলে এসব পণ্য পাওয়া যাবে।  

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা,  অক্টোবর ০৪, ২০১৭
এসএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।