ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাজারে ১০ টাকায় মিলছে না কাঁচা মরিচ!

মনি আচার্য্য, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৯ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৭
বাজারে ১০ টাকায় মিলছে না কাঁচা মরিচ! বাজারে ১০ টাকায় মিলছে না কাঁচা মরিচ!- ছবি: জিএম মুজিবুর

ঢাকা: বাঙালি খাদ্যাভ্যাসের অন্যতম এক অনুষঙ্গ কাঁচা মরিচ। মাংস কিংবা মাছ অথা সাধারণ সবজির তরকারিতেও কাঁচা মরিচের ঝাল ছাড়া চলে না এক দিনও। ৫, ১০ বা ১৫ টাকায় নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে উচ্চ বিত্তদের প্রতিদিন বাজারে গেলে নিয়ে আসেন কাঁচা মরিচ।

আর সেই কাঁচা মরিচের সংকট চলছে রাজধানীর প্রতিটি বাজারে। চাহিদা অনুযায়ী যোগান কম থাকায় দামও বাড়ছে লাফিয়ে লাফিয়ে।

সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি দাম ১৬০ টাকা থেকে হয়েছে ২৫০ টাকা।

শুক্রবার (৬ অক্টোবর) রাজধানীর মিরপুর-১ নাম্বার কাঁচাবাজার ও শুক্রবাদ কাঁচাবাজার ঘুরে এসব তথ্য পাওয়া যায়।

অতিমাত্রায় মূল্যবৃদ্ধি ও কাঁচা মরিচের সংকট সম্পর্কে বিক্রেতারা বলছেন, বন্যায় নষ্ট হয়ে গেছে দেশি কাঁচা মরিচের চাষ হওয়া জমি। গত এক সপ্তাহ ধরে সেই সঙ্গে অজানা কারণে কমে গেছে মরিচের আমদানি। সব মিয়ে মরিচের বাজার এখন চরম অস্তির।  

তবে বিক্রেতারা এখনো কোনো সুখবর শুনাতে পাড়ছে না ক্রেতাদের। উল্টো দাম আরও বাড়বে বলে ক্রেতাদের জানাচ্ছেন। অন্যদিকে খোঁজ নিয়ে জানা যায় রাজধানীর বাজারগুলো এখন আর ১০-১৫ টাকার কাঁচামরিচ বিক্রি করছে না। ৪০-৫০ টাকা ছাড়া কাঁচা মরিচ বিক্রি করতে চাচ্ছেন না বিক্রেতারা। ১০-১৫ টাকার মরিচ চায়লেই বলে দিচ্ছেন মরিচ নেই!

শুক্রবাদ কাঁচাবাজারের মরিচ বিক্রেতা দেলোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, ১৮০ থেকে ১৯০ টাকায় পাইকারি দরে কিনে আনেছি। আবার এর সঙ্গে যুক্ত হচ্ছে যাতায়াত খরচ। ফলে ২৫০ টাকা ছাড়া বিক্রি করলে আমাদের লোকসান হবে।

তিনি বলেন, আগামীকাল হয়তো আর বেশি টাকা দিয়েও মরিচ পাওয়া যাবে না। মরিচের সরবারহ আগের যেকোনো সময়ের তুলনায় অনেক কম।

তবে মিরপুর-১ নাম্বারের কাঁচাবাজারে দেখা যায় মরিচ ১৪০ টাকা কেজি করে পাইকারি বিক্রি হচ্ছে।

পাইকারি বিক্রেতা শামিম মোল্লা বাংলানিউজকে বলেন, কাঁচা মরিচের সংকট আছে এবং দামও বেশি। তবে খুচরা বাজারে যে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে তা একটু বাড়াবাড়ি। কারণ ১৪০ টাকা কেজি দরে নিয়ে গিয়ে তারা ২০০ টাকায় বিক্রি করতে পাড়েন। কিন্তু এক শ্রেণী অসাধু ব্যবসায়ীরা সংকটের সময় কাজ লাগিয়ে বেশি মুনাফা করার চেষ্টা করছে।

এদিকে এক সপ্তাহ ব্যবধানে মরিচ কেজি প্রতি ১০০ টাকায় বেড়ে যাওয়া বিপাকে ক্রেতারা। সেই সঙ্গে রয়েছে মরিচের সংকটেরও সমস্যা।

রাজধানীর মিরপুর-১ নাম্বারের কাঁচাবাজারে বাজার করতে আসা ক্রেতা আমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, গত কয়েক দিন আগেও কাঁচা মরিচের দাম কেজি প্রতি ১৫০ টাকা ছিলো এখন দেখি বিক্রি হচ্ছে ২৫০ টাকা। মূল্য বাড়ার সঠিক কোনো তথ্যও নেই বিক্রেতাদের কাছে। তারা শুধু বলছে মরিচ নেই।

তিনি বলেন, এখন এমন একটি সময় চলছে যে যার মতো যা কিছু বলে পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। আসলে দাম বাড়ানোর বিষয়টি কতটুকু যৌক্তিক তা কেউ জানে না।

অন্যদিকে একদল সবজি ব্যবসায়ী অভিযোগ করে বলেন, কাঁচা মরিচের আসলে এতো সংকট নেই, যা বলা হচ্ছে। বন্যা হওয়ার পর থেকেই একদল কুচক্রী মহলের ব্যবসায়ীরা বিভিন্ন সবজি ও কাঁচা মরিচর দাম বাড়িয়ে দিচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা অক্টোবর ০৬, ২০১৭
এমএসি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।