ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

১১ দিন পর আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৭
১১ দিন পর আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১১ দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতারি শুরু হয়েছে।

শনিবার (০৭ অক্টোবর) সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়।  

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।

৬ অক্টোবর (শুক্রবার) সাপ্তাহিক বন্ধ থাকার কারণে ৭ অক্টোবর (শনিবার) সকাল থেকে যথারীতি স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়।

তিনি আরও জানান, তবে ওই সময়ে বন্দর দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক ছিল।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।