ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৮ প্রতিষ্ঠান পেলো বিএসটিআইয়ের আইএসও সনদ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৭
৮ প্রতিষ্ঠান পেলো বিএসটিআইয়ের আইএসও সনদ ৮ প্রতিষ্ঠানকে আইএসও সনদ দিলো বিএসটিআই

ঢাকা: আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদন, ব্যবস্থাপনা ও পরিবেশ নিশ্চিত করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) থেকে আট প্রতিষ্ঠানকে নয়টি আইএসও সনদপত্র দেওয়া হয়েছে।

শনিবার (৭ অক্টোবর) বিএসটিআইর প্রধান কার্যালয়ের সভাকক্ষে প্রতিষ্ঠানের মহাপরিচালক মো. সাইফুল হাসিব সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিদের কাছে এসব সনদপত্র হস্তান্তর করেন।

এ সময় বিএসটিআইয়ের পরিচালক (মান) আ ন ম আসাদুজ্জামান, পরিচালক (পদার্থ) বেগম শামীম আরা বেগমসহ বিএসটিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৭
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।