ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনার পাটকল শ্রমিকদের মজুরি দেওয়ার সিদ্ধান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৭
খুলনার পাটকল শ্রমিকদের মজুরি দেওয়ার সিদ্ধান্ত খুলনার পাটকল শ্রমিকদের মজুরি দেওয়া সিদ্ধান্ত- ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনায় উৎপাদন বন্ধ থাকায় রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকলের শ্রমিকদের বকেয়া মজুরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

শনিবার (৭ অক্টোবর) রাতে খুলনা সার্কিট হাউজে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে রোববার (৮ অক্টোবর) ভোর থেকে শ্রমিকদের কাজে ফেরার সম্ভাবনা রয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, মিল চালুর পর রোববার ক্রিসেন্ট ও প্লাটিনাম জুট মিলের শ্রমিকদের বকেয়া এক সপ্তাহের মজুরি, মঙ্গলবার (১০ অক্টোবর) এক সপ্তাহের মজুরি ও বৃহস্পতিবার (১২ অক্টোবর) এক সপ্তাহের মজুরি দেওয়ার সিদ্ধান্ত হয়।  

স্টার জুট মিলের শ্রমিকদের বৃহস্পতিবার (১২ অক্টোবর) এক সপ্তাহের মজুরি দেওয়া হবে। মিল কর্তৃপক্ষ যদি পারে তাহলে দুই সপ্তাহের মজুরি দিতে করবে। এছাড়া আন্দোলনের কারণে কোনো শ্রমিককে চাকরিচ্যুত বা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে না বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।
খুলনার পাটকল শ্রমিকদের মজুরি দেওয়া সিদ্ধান্ত- ছবি: বাংলানিউজ
বৈঠকে উপস্থিত ছিলেন- খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান, খুলনা-৩ আসনের সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান, জেলা প্রশাসক (ডিসি) মো. আমিন উল আহসান, যুগ্ম শ্রম পরিচালকের প্রতিনিধি, বিজেএমসি ও পাটকলের কর্মকর্তা এবং সিবিএ নেতারা।

ক্রিসেন্ট জুট মিল সিবিএর সাধারণ সম্পাদক শেখ সোহরাব হোসেন বাংলানিউজকে জানান, বৈঠকের সিদ্ধান্তের কথা রাতেই শ্রমিকদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে। তারা রোববার ভোর থেকে কাজে যোগদান করবে বলে তিনি আশা করছেন।

এদিকে স্টার জুট মিলের সিবিএ সভাপতি বেল্লাল মল্লিক রাত সোয়া ১১টায় বাংলানিউজকে জানান, বকেয়া মজুরি দেওয়ার সিদ্ধান্তে শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। রোববার থেকে শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের কাজে যোগ দেওয়ার জন্য মাইকিং করা হয়েছে।

৭ সপ্তাহের মজুরি বকেয়া থাকায় বুধবার প্লাটিনাম ও বৃহস্পতিবার ক্রিসেন্ট জুট মিলের শ্রমিকরা উৎপাদন বন্ধ করে দেন। এছাড়া ৫ সপ্তাহের মজুরি বকেয়া থাকায় স্টার জুট মিলের শ্রমিকরা শনিবার উৎপাদন বন্ধ করে দেন। ক্রিসেন্ট জুট মিলে ৫ হাজার, প্লাটিনামে ৫ হাজার ও স্টারে সাড়ে ৪ হাজার শ্রমিক রয়েছেন।

** খুলনায় এবার রাষ্ট্রায়ত্ত স্টার জুটমিলের উৎপাদন বন্ধ

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা,  অক্টোবর ০৭, ২০১৭
এমআরএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।