ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ‘হাত ধোয়া দিবস’ পালিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ‘হাত ধোয়া দিবস’ পালিত

ঢাকা: ‘আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ’- শ্লোগান নিয়ে প্রাণ-আরএফএল এর দু’টি স্কুলে পালিত হলো ‘বিশ্ব হাত ধোয়া দিবস’।

রোববার (১৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত কর্মসূচিতে শিক্ষার্থীদের হাত ধোয়ার প্রয়োজনীয়তা এবং হাত ধোয়ার সঠিক নিয়ম শেখানো হয়।  

নরসিংদীর ঘোড়াশাল এবং হবিগঞ্জের অলিপুরে অবস্থিত প্রাণ-আরএফএল পাবলিক স্কুলের সহস্রাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা এ কর্মসূচিতে অংশ নেন।

দিবসটি উপলক্ষে স্কুল দু’টিতে হাত ধোঁয়া ও স্বাস্থ্য সচেতনামূলক চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও নাটকের আয়োজন করা হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।     

গাজীপুর আরএফএল শিল্প পার্কের জেষ্ঠ্য মহাব্যবস্থাপক শামসুল আলম, নরসিংদী প্রাণ শিল্প পার্কের মহাব্যবস্থাপক মো. মোস্তাক চৌধুরী, প্রাণ’র হবিগঞ্জ শিল্প পার্কের মহাব্যবস্থাপক হাসান মো. মঞ্জুরুল হক, প্রাণ-আরএফএল পাবলিক স্কুল’র মানবসম্পদ বিভাগের প্রধান ফারুক হোসাইন এবং দু’টি প্রতিষ্ঠানের শিক্ষকরা এতে উপস্থিত ছিলেন।  
 
কর্মসূচিতে পৃষ্ঠপোষকতায় ছিল হ্যান্ডওয়াশ ব্র্যান্ড ‘ব্লিস’।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।