ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শ্রীমঙ্গলে মাহিন্দ্রা মোটরসাইকেলের শো রুম উদ্বোধন

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৭
শ্রীমঙ্গলে মাহিন্দ্রা মোটরসাইকেলের শো রুম উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভারতের মাহিন্দ্রা মোটরসাইকেলের শো রুম উদ্বোধন হয়েছে। 

সোমবার (১৬ অক্টোবর) বিকেলে শহরের ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘সপ্তডিঙ্গা সরবরাহে’ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ শো রুমের উদ্বোধন করা হয়।  

বাংলাদেশে মাহিন্দ্রা মোটরসাইকেলের বাজারজাতকারী প্রতিষ্ঠান আফতাব অটোমোবাইলস লিমিটেডের আয়োজনে এ অনুষ্ঠানে আগত অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী কাব্য।


 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আফতাব অটোমোবাইলস লিমিটেডের হেড অব সেলস্ আবু হানিফ। স্বাগত বক্তব্য রাখেন সপ্তডিঙ্গা সরবরাহের পরিচালক আবু সুলতান মো. লেদু।
 
বিশেষ অতিথি ছিলেন আফতাব অটোমোবাইলসের রিজিওনাল সেলস ম্যানেজার রানা কুমার সিংহ, প্রাইম ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক কামরুল ফাত্তাহ, ন্যাশনাল ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক বনমালি রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সপ্তডিঙ্গা সরবরাহের উপদেষ্টা আবু জাফর খালেদ।
 
এছাড়াও উপস্থিত ছিলেন টি হ্যাভেন রিসোর্টের ম্যানেজিং ডিরেক্টর আবু সিদ্দিক মো. মুসা, আফতাব অটোমোবাইলসের সিলেট এরিয়া ইনচার্জ মৃদুল কান্তি দাশ, জুনিয়র এক্সিকিউটিভ সাফিউল ইসলাম প্রমুখ।  
 
অনুষ্ঠানে জানানো হয়, শো রুমে ‘মাহিন্দ্রা সেন্টুরো’ মোটরসাইকেলটি পাওয়া যাবে। এতে রয়েছে ইমোবিলাইজার সেন্সর সিস্টেম। ফলে অরিজিনাল চাবি ছাড়া মোটরসাইকেলটি চালু করা বা চুরি করে নিয়ে যাওয়া অসম্ভব।  উদ্বোধনের দিন থেকে ১ সপ্তাহ পর্যন্ত প্রতিটি মোটরসাইকেলে ৪ হাজার টাকা বিশেষ ছাড় থাকছে বলেও জানানো হয় অনুষ্ঠানে।
 
বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ১৬ অক্টোবর, ২০১৭
বিবিবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।