ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিলেটে আন্তর্জাতিক বিজনেস কনভেনশন শুরু শনিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
সিলেটে আন্তর্জাতিক বিজনেস কনভেনশন শুরু শনিবার সিলেটে আন্তর্জাতিক বিজনেস কনভেনশন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়। ছবি: বাংলানিউজ

সিলেট: বাংলাদেশসহ বিশ্বের ১৯ দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের অংশগ্রহণে শনিবার (২১ অক্টোবর) শুরু হচ্ছে সপ্তাহব্যাপী গ্লোবাল বিজনেস কনভেনশন। নগরীর মাছিমপুর আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে আন্তর্জাতিক এই সম্মেলন অনুষ্ঠিত হবে। 

সেদিন বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। উদ্বোধনী দিনে ‘বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীরা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) উদ্যোগে ও সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠেয় সম্মেলনকে সামনে রেখে বুধবার (১৮ অক্টোবর)  দুপুরে সিলেট চেম্বার মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সংশ্লিষ্টরা।  

মতবিনিময়কালে বিবিসিসিআই’র প্রেসিডেন্ট এনাম আলীসহ পরিচালনা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা বলেন, মাতৃভূমিতে প্রবাসীদের বিনিয়োগে ও রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান স্থাপন, পর্যটন শিল্পের বিকাশ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ব্যবসায়ীদের মিলনমেলা ঘটানোই সম্মেলনের মুখ্য উদ্দেশ্য। সম্মেলনে বিশ্বের প্রায় ১৯টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।  

এ উপলক্ষে প্রচার-প্রচারণা শুরু হয়ে গেছে। নগরীতে লাগছে বিলবোর্ড ও ফেস্টুন। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তোরণ নির্মাণের কাজও চলছে।  

সপ্তাহব্যাপী অনুষ্ঠানে বিনিয়োগ, আইসিটি, পর্যটন ও শিক্ষা, দেশের অর্থনীতিতে অনাবাসিক বাংলাদেশিদের (এনআরবি) অবদান, এনআরবিদের সাফল্যগাঁথা নতুন প্রজন্মের কাছে প্রদর্শনসহ বিভিন্ন বিষয়ে সেমিনার থাকবে। সম্মেলনকে সফল করতে সিলেট চেম্বার অব কমার্সের তরফ থেকে সবার সহযোগিতা চাওয়া হয়েছে।  

মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চেম্বার অব কমার্সের চেয়ারম্যান দিলাবর এ হোসেন, সিলেট চেম্বারের সহ-সভাপতি মো. এমদাদ হোসেন, সিলেট চেম্বারের পরিচালক ও এনআরবি গ্লোবাল বিজনেস কনভেনশন আয়োজক কমিটির আহ্বায়ক নুরুল ইসলাম।

উপস্থিত ছিলেন বিবিসিসিআই’র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম, মহাপরিচালক সাইদুর রহমান রানু, জ্যেষ্ঠ উপদেষ্টা এস বি ফারুক, ড. ওয়ালি তছর উদ্দিন, পরিচালক ড. সানাওয়ার চৌধুরী, মোহাইমিন মিয়া, শফিকুল ইসলাম, সিলেট চেম্বারের পরিচালক মো. হিজকিল গুলজার, জিয়াউল হক, মাসুদ আহমদ চৌধুরী, মো. সাহিদুর রহমান, মো. ওয়াহিদুজ্জামান (ভূট্টো), মুশফিক জায়গীরদার, আমিরুজ্জামান চৌধুরী, এহতেশামুল হক চৌধুরী, চন্দন সাহা, ফালাহ উদ্দিন আলী আহমদ, মো. আব্দুর রহমান (জামিল), হুমায়ুন আহমেদ, মো. আতিক হোসেন, মুজিবুর রহমান মিন্টু, রানা ফেরদৌস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৭
এনইউ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।