ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ফের কাঁচামরিচের কেজি ২২০ টাকা!

মনি আচার্য্য, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৭
ফের কাঁচামরিচের কেজি ২২০ টাকা! ফের কাঁচামরিচের কেজি ২২০ টাকা

ঢাকা: দাম কমার দুই সপ্তাহ না পেরুতেই আবার ঊর্ধ্বগতিতে কাঁচামরিচের বাজার। ৮০ টাকা মূল্য বৃদ্ধি পেয়ে একদিনের ব্যবধানে একলাফে কেজিপ্রতি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২২০ টাকায়। আগেরবার মূল্য বৃদ্ধির পেছনে আমদানি সঙ্কটসহ বিভিন্ন কারণ থাকলেও এবার কারণ ভিন্ন, তা হলো বৈরী আবহাওয়া। এমনটাই বলছেন ব্যবসায়ীরা।

শুধু কাঁচা মরিচই নয়, বৈরী আবহাওয়ায় দাম বেড়েছে অন্য সবজিরও। আর আবহাওয়ার এ বৈরিতা আরও কয়েকদিন অব্যাহত থাকলে সব সবজির মূল্য বৃদ্ধির আশঙ্কার কথা বলেছেন বিক্রেতারা।

শনিবার (২১ অক্টোবর) রাজধানীর কারওয়ানবাজার, পূর্ব রাজাবাজার ও শুক্রাবাদ কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

সবশেষ পাইকারি বাজারের তথ্য অনুযায়ী, প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৮০-১৯০ টাকায়, যা গতকালও বিক্রি হয়েছিল ১১০-১৩০ টাকায়।

অন্যদিকে সবজির খুচরা বাজারের সর্বশেষ তথ্যানুযায়ী, একদিনের ব্যবধানে ৮০ টাকা বৃদ্ধি পেয়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২২০ টাকায়। এছাড়া ৩০ টাকা বৃদ্ধি পেয়ে প্রতিকেজি বেগুন বিক্রি হচ্ছে ১০০ টাকায়, ১০ টাকা বৃদ্ধি পেয়ে ঢেঁড়শ বিক্রি হচ্ছে ৭০ টাকায়, ৪০ টাকা মূল্যবৃদ্ধি হয়ে প্রতিকেজি গাজর বিক্রি হচ্ছে ১০০ টাকায় ও ১০ টাকা বেড়ে প্রতিকেজি কাঁকরোল বিক্রি হচ্ছে ৭০ টাকায়।

তবে অপরিবর্তিত দামে প্রতি কেজি পটল ৫৫-৬০ টাকায়, টমেটো ১২০ টাকায়, পেঁপে ২৫-৩০ টাকায়, বরবটি ৭৫-৮০ টাকায়, ধনিয়াপাতা ২০০ টাকায়, চিচিঙ্গা ৫৫-৬০ টাকায়, সিম ১৬০-২০০ টাকায়, শসা ৪৫-৫০ টাকায় ও আলু ২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি পিস লাউ ও জালি কুমড়া বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকায়।
মূল্য বৃদ্ধির বিষয়ে খুচরা ও পাইকারি সবজি ব্যবসায়ীরা বলেন, টানা বর্ষণের ফলে পানিতে অনেক গুদামেরই সবজি নষ্ট হয়ে গেছে। এছাড়া কৃষকরা বৃষ্টির কারণে ক্ষেত থেকে সবজি তুলতে পারছেন না। আর যারা কিছু তুলতে পারছেন সেগুলো আবার বৈরী আবহাওয়ার কারণে রাজধানীতে আনা যাচ্ছে না। তাই সব মিলিয়ে বাজার চড়া।  

কাঁচামরিচ ও সবজির মূল্য বৃদ্ধির বিষয়ে কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ী উজ্জ্বল মিয়া বাংলানিউজকে বলেন, গত দু’দিন ধরে চলা বৃষ্টি ও ঝড়ের কারণে বাজারে কাঁচামাল নেই। মাল না থাকলে তো দাম বাড়বেই। এ অবস্থা চলমান থাকলে দাম আরও বাড়বে।

পূর্ব রাজাবাজারের সবজির খুচরা বিক্রেতা আমিনুল হক বাংলানিউজকে বলেন, কাঁচামরিচের গায়ে বৃষ্টির পানি লাগলেই পচে যায়। গত দুইদিনের বৃষ্টিতে অনেক মরিচ নষ্ট হয়েছে, তাই দাম চড়া। এছাড়া বৃষ্টির কারণে দেশের বিভিন্ন জায়গা থেকে সবজি রাজধানীতে আসতে পারছে না, সেজন্যও সবজির বাজার চড়া।

তবে অনেক ক্রেতা বলছেন, বৈরী আবহাওয়ার অজুহাতে দু’দিনের আগের চালানের সবজিও বিক্রেতারা বেশি দামে বিক্রি করছেন। গতকাল যে চালানের কাঁচামরিচ ১৬০ টাকা বিক্রি করেছেন, সেই মরিচই আজ ২২০ টাকা বিক্রি করছেন। অন্যান্য সবজির ক্ষেত্রেও একই চিত্র বলে অভিযোগ তাদের।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২১০৭
এমএসি/জেডএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।